বলিউডে একসময় অন্যতম চর্চিত জুটি ছিলেন ঐশ্বর্যা রাই ও সলমন খান। ২০০২ সালে তাঁদের প্রেম ভাঙে। এই জুটির বিচ্ছেদ শুধু খবরের শিরোনামেই নয়, গভীর ছাপ ফেলেছিল ঐশ্বর্যার ব্যক্তিগত ও পেশাগত জীবনেও। সম্প্রতি, বিজ্ঞাপনজগতের বিশিষ্ট ব্যক্তি প্রহ্লাদ কক্কড় সেই বিষয়ে মুখ খুললেন।
সলমনের সঙ্গে ঐশ্বর্যার প্রেমের কথা সকলেই জানতেন। প্রহ্লাদ জানান, এই সম্পর্কের ভাঙনের জেরে গভীর প্রভাব পড়ে ঐশ্বর্যার অভিনয়জীবনে। তিনি বলেন, “আমি শুধু ওঁর (ঐশ্বর্যার) পাশে থেকেছি। ওঁকে বোঝাতাম, চিন্তা করতে বারণ করতাম। সলমনের কারণে ওকে ইন্ডাস্ট্রিতে একঘরে করে দেওয়া হয়েছিল, তাতে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল। এই প্রতারণায় আঘাত পেয়েছিল খুবই।”
আরও পড়ুন:
প্রেম ভাঙতে যত না কষ্ট পেয়েছিলেন, তার চেয়ে বেশি নাকি ইন্ডাস্ট্রির ‘একপেশে’ আচরণে আঘাত পেয়েছিলেন অভিনেত্রী। প্রহ্লাদ বলেছেন, “সকলে সলমনের পক্ষে চলে গিয়েছিল, ওর পাশে কেউ ছিল না। এটাই ঐশ্বর্যার সবচেয়ে খারাপ লাগার জায়গা ছিল। এর পর ইন্ডাস্ট্রির উপর থেকে ওর বিশ্বাস চলে যায়। আমি বুঝতে পারছিলাম কে ঠিক, কে ভুল বা দু’জনেই সমান ব্যবহার পাচ্ছেন কি না। পুরোটাই একপেশে খেলা চলছিল।”
১৯৯৯ সালে ‘হম দিল দে চুকে সনম’ ছবির সেট থেকেই প্রেমের সূত্রপাত সলমন ও ঐশ্বর্যার। ২০০২ সালে সেই সম্পর্ক ভেঙে যায়। পরবর্তীকালে দু’জনেই নিজেদের জীবনে এগিয়েছেন। ঐশ্বর্যা বিয়ে করেছেন অভিষেক বচ্চনকে। অভিনয়জীবনে সাফল্য লাভ করেছেন। অন্য দিকে, বিয়ে না করলেও একাধিক সম্পর্কে জড়িয়েছেন সলমন, সেই সঙ্গে একের পর এক বাণিজ্যসফল ছবি উপহার দিয়েছেন বলিউডকে।