Advertisement
২৫ এপ্রিল ২০২৪

সলমনের বিরুদ্ধে অনলাইনে প্রচার চালাচ্ছেন ঐশ্বর্যা!

খবরটা চমকে দেওয়ার মতো হলেও সত্যি! অন্তত এমনটাই দাবি করা হয়েছে বি-টাউনের বেশ কিছু মিডিয়া রিপোর্টে। খবরটা সামনে আসতেই নানা রকম জল্পনা শুরু হয়েছে বলিউডে। হঠাত্ এমন কী হল যে সলমনের বিরুদ্ধে অনলাইনে প্রচার নামতে হচ্ছে ঐশ্বর্যাকে?

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৬ ১১:১৮
Share: Save:

খবরটা চমকে দেওয়ার মতো হলেও সত্যি! অন্তত এমনটাই দাবি করা হয়েছে বি-টাউনের বেশ কিছু মিডিয়া রিপোর্টে। খবরটা সামনে আসতেই নানা রকম জল্পনা শুরু হয়েছে বলিউডে। হঠাত্ এমন কী হল যে সলমনের বিরুদ্ধে অনলাইনে প্রচার নামতে হচ্ছে ঐশ্বর্যাকে? নাকি পুরনো তিক্ততা থেকেই এই পদক্ষেপ!

ওই রিপোর্ট অনুযায়ী, বিতর্কটা শুরু হয়েছে রিও অলিম্পিকে ভারতের ‘গুডউইল অ্যাম্বাসাডর’ হিসেবে সলমন খানের নাম ঘোষণার পর থেকেই। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন, মিলখা সিংহ, ধনরাজ পিল্লাই, যোগেশ্বর দত্তের মতো অনেক বিশিষ্ট ক্রীড়াবিদ। কিন্তু, এই বিরোধিতা আরও বড় আকার নিল যখন এই তালিকায় ঐশ্বর্যা রাই বচ্চনের নাম জড়াল।

ওই রিপোর্টে দাবি করা হয়েছে, Change.org নামে একটি ওয়েবসাইটের মাধ্যমে অলিম্পিকে ভারতের ‘গুডউইল অ্যাম্বাস্যাডর’ পদ থেকে সলমনকে সরানোর দাবি জানিয়ে জনমত গঠনের জন্য আবেদন জানানো হচ্ছে। অনলাইনে প্রচার শুরু করেছেন নাকি ঐশ্বর্যা রাই বচ্চন। সম্প্রতি ‘সরবজিত্’ থেকে ‘সলমন অধ্যায়’কে ইচ্ছাকৃত ভাবে বাদ দেওয়ার অভিযোগ ওঠে ঐশ্বর্যার বিরুদ্ধে। এ নিয়ে ধোঁয়াশা কাটার আগেই নতুন বিতর্ক শুরু হয়েছে এই খবরে।

আরও পড়ুন

ঐশ্বর্যা এখন সলমনের ‘ম্যাম’!

কেন সম্মুখ সমরে সলমন-ঐশ্বর্যা?

ঐশ্বর্যার কথাতে ইমোশনাল হলেন সলমন!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE