Advertisement
E-Paper

কাজলের সামনেই বিয়ের দিন ভুলে গেলেন অজয়!

বলিউড পরিচালক কর্ণ জোহরের এই শোয়ে অজয়-কাজলের শুটিংয়ের খবর সামনে এসেছিল কিছুদিন আগেই। সেই শোয়েরই একাধিক প্রোমো টুইটার, ইনস্টাগ্রামে পোস্ট হয়েছে। তাতে কর্ণ জোহরের সঙ্গে এবং নিজেদের মধ্যে ভরপুর মজা করেছেন দু’জন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৮ ০৭:০০
‘কফি উইথ করণ’-এ অজয় দেবগন ও কাজল। —ভিডিয়ো থেকে নেওয়া ছবি

‘কফি উইথ করণ’-এ অজয় দেবগন ও কাজল। —ভিডিয়ো থেকে নেওয়া ছবি

নিজের বিবাহ বার্ষিকীর দিনই ভুলে গেলেন! এক বার শুধরে নিয়ে যেটা বললেন, সেটাও ভুল। তাও আবার কাজলের সামনেই। বলিউড সুপারস্টার অজয় দেবগনের এমন হাল জনপ্রিয় টিভি শো ‘কফি উইথ করণ’-এ। স্টার কাপল এপিসোডের প্রোমো সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল।

বলিউড পরিচালক কর্ণ জোহরের এই শোয়ে অজয়-কাজলের শুটিংয়ের খবর সামনে এসেছিল কিছুদিন আগেই। সেই শোয়েরই একাধিক প্রোমো টুইটার, ইনস্টাগ্রামে পোস্ট হয়েছে। তাতে কর্ণ জোহরের সঙ্গে এবং নিজেদের মধ্যে ভরপুর মজা করেছেন দু’জন। টেলিকাস্টের পর দর্শকরাও যে আনন্দ পাবেন, প্রোমোতেই তার কিছুটা আন্দাজ পাওয়া গিয়েছে।

ফেসবুক-টুইটারে ছবি পোস্টের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাগানো নিয়ে কাজলকে রীতিমতো ট্রোল করে ছেড়েছেন অজয়। করণের একটি প্রশ্নের উত্তরে অজয় বলেন, ‘‘ছবি তোলাটা সমস্যা নয়। সমস্যা হল পোস্ট করার জন্য সেই ছবি নিয়ে তিন ঘণ্টা ধরে বসে কারেকশন করা। ও তো আগে এরকম করত না। এই বুড়ো বয়সে এসে এরকম! কে জানে কেন?’’

@kajol gets candid while @ajaydevgn stirs up the hornet's nest next Sunday on #KoffeeWithKaran! #KoffeeWithAjay #KoffeeWithKajol

A post shared by Star World (@starworldindia) on

আরও পড়ুন: চিনকে হারিয়ে ভারতের দখলে নতুন গিনেস রেকর্ড

ব্যাস! ৪৪ এর কাজল বয়স নিয়ে এমন মোক্ষম সুযোগ ছাড়েননি। ৪৯ বছরের অজয়কে বলে দেন, ‘‘বুড়ো হতে পার তুমি, আমি নই।’’ অজয়কে কর্ণ প্রশ্ন করেন, ‘‘বাড়িতে নিশ্চয়ই কাজল বলে আর আপনি শোনেন।’’ অজয়ের সহাস্য জবাব, ‘‘উনি বলেন, আর আমি শুনি না।’’

Real life antics trump reel life drama when you're @ajaydevgn and @kajol! #KoffeeWithKaran #KoffeeWithAjay #KoffeeWithKajol

A post shared by Star World (@starworldindia) on

আরও পড়ুন: মুম্বই এসেছিলেন ইরফান! কতটা সুস্থ অভিনেতা?

কিন্তু সব কিছু ছাপিয়ে গিয়েছে বিয়ের প্রসঙ্গ। বিয়ের দিন জিজ্ঞেস করতেই কার্যত তোতলাতে শুরু করেন অজয়। প্রথমে বলেন, ২২ ফেব্রুয়ারি। তারপর ২৩ ফেব্রুয়ারি। কিন্তু সেটাও ভুল ছিল। শেষে কাজল শুধরে দিয়ে বলেন, ২৪ ফেব্রুয়ারি, ১৯৯৯।

(মুভি ট্রেলার থেকে টাটকা মুভি রিভিউ - রুপোলি পর্দার সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)

Ajay Devgan Kajol Koffee With Karan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy