ভারতে গাইতে এসে হেনস্থার শিকার আমেরিকার গায়ক একন! ৯ নভেম্বর দিল্লিতে তাঁর ভারত সফর শুরু। শুক্রবার, ১৫ নভেম্বর বেঙ্গালুরুতে অনুষ্ঠান ছিল তাঁর। খবর, সেখানেই একদল অনুরাগী দর্শকের হাতে হেনস্থা হয়েছে তাঁর।
ইতিমধ্যেই ওই অনুষ্ঠানের একটি ভিডিয়ো ভাইরাল। সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আন্দবাজার ডট কম।
সেখানে স্পষ্ট দেখা গিয়েছে, ভিআইপি আসনের সামনে দাঁড়িয়ে গাইছিলেন গায়ক। গাইতে গাইতে তাঁকে বার বার প্যান্ট টেনে তুলতে দেখা যায়! ঝলক অনুযায়ী, ওই সময়ে কিছু অনুরাগী তাঁকে দর্শকদের মধ্যে নামিয়ে আনার চেষ্টা করেন। তাঁরা প্যান্ট ধরে টানাটানি করতে থাকেন। গায়ক পরিস্থিতি সামলাতে সামলাতেই গাইতে থাকেন। তিনি কিন্তু একটুও মাথাগরম করেননি। পরিস্থিতির শিকার হয়ে গান বন্ধ করেননি। তবে, তিনিও যে অস্বস্তিতে ভুগছিলেন সেটাও ঝলকে স্পষ্ট।
এ দিকে ঝলক ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ ভারতীয় দর্শকদের একাংশ। তাঁরা মন্তব্য বিভাগে তীব্র নিন্দা করেছেন। আফসোস জানিয়েছেন, কিছু ব্যক্তির অনৈতিক আচরণ দেশের ভাবমূর্তি নষ্ট করল। প্রসঙ্গত, শনিবার মুম্বইয়ের অনুষ্ঠান দিয়ে ভারতে গানের সফর শেষ আন্তর্জাতিক গায়কের। তার আগে এই ধরনের অভিজ্ঞতা যে একটুও অভিপ্রেত নয়, সহমত একনের অনুরাগীরাও।