Advertisement
E-Paper

‘ভেতরে ঢুকে মারো’, বায়ুসেনার অভিযোনের পর বললেন অক্ষয়

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হানার পরও রিঅ্যাক্ট করেছিলেন অক্ষয়। তিনি লিখেছিলেন, ‘… পুলওয়ামায় নিহত সিআরপিএফ জওয়ানদের আত্মার শান্তি কামনা করি। ওঁদের পরিবারকে আরও শক্ত হতে হবে। আহতরা দ্রুত সুস্থ হয়ে ওঠুন। আমরা এটা ভুলে যাব না।’  

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:০৮
অক্ষয় কুমার। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

অক্ষয় কুমার। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

মঙ্গলবার ভোররাতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে জইশ-এ-মহম্মদের সবচেয়ে বড় জঙ্গি প্রশিক্ষণ শিবির ধ্বংস করল ভারতীয় বায়ু সেনা। সেই কাজকে কুর্নিশ জানাচ্ছেন ভারতবাসী। সোশ্যাল মিডিয়ায় একের পর এক শুভেচ্ছাবার্তা শেয়ার হচ্ছে। পিছিয়ে নেই অভিনেতারাও। ঘটনার পরেই অক্ষয় কুমার টুইট করলেন, ‘ভেতরে ঢুকে গিয়ে মারো’।

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হানার পরও রিঅ্যাক্ট করেছিলেন অক্ষয়। তিনি লিখেছিলেন, ‘… পুলওয়ামায় নিহত সিআরপিএফ জওয়ানদের আত্মার শান্তি কামনা করি। ওঁদের পরিবারকে আরও শক্ত হতে হবে। আহতরা দ্রুত সুস্থ হয়ে ওঠুন। আমরা এটা ভুলে যাব না।’

শুধু অক্ষয় নন। অজয় দেবগণ, অনুপম খের, অভিষেক বচ্চন, তাপসী পান্নু, সঞ্জয় দত্ত, স্বরা ভাস্কর, রবিনা ট্যান্ডন, সেলিনা জেটলি, সোনাক্ষী সিন্‌হার মতো শিল্পীরাও এ দিন নিজেদের মতামত জানিয়েছেন।

দেখুন, বিনোদনের নানা কুইজ

মঙ্গলবার ভারতের বিদেশ সচিব বিজয় গোখেল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “সুনির্দিষ্ট গোয়েন্দা সূত্রের উপর ভিত্তি করে নির্দিষ্ট লক্ষ্যে হানা দেওয়া হয়েছে। যেখানে জইশ কয়েকশো জঙ্গির আত্মঘাতী হামলার প্রশিক্ষণ শিবির তৈরি করেছিল, বালাকোটের ঠিক সেখানেই হানা দেওয়া হয়েছে।’’ সেনা সূত্রের খবর, পাকিস্তানের গভীরে ঢুকে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় বায়ুসেনার ১২টি মিরাজ-২০০০ যুদ্ধবিমান।

আরও পড়ুন, প্রতিরোধের লক্ষ্যে অসামরিক অভিযান, পাক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে বলল বিদেশ মন্ত্রক

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

Akshay Kumar Bollywood Celebrities অক্ষয় কুমার Indian air strike Pulwama attack Pakistan India পাকিস্তান পুলওয়ামা হামলা
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy