Advertisement
২৭ নভেম্বর ২০২২
Alia Bhatt

Alia Bhatt: ‘আলিয়ার এজেন্টকে ফোন করুন’, রণবীরের সঙ্গে মেয়ের বিয়ের তারিখ জানেন না মা সোনি

গত অগস্ট মাসে বলিউডের আর এক অভিনেত্রী লারা দত্তের কথায় সানাইয়ের মৃদু সুর যেন কানে আসে। সংবাদমাধ্যমকে তিনি আচমকা বলে বসেন, ‘‘আমার ধারণা, এই বছরের শেষেই বিয়ে করবেন আলিয়া-রণবীর।’’

জানা গিয়েছিল, চলতি বছরেই বিয়ে করবেন আলিয়া-রণবীর।

জানা গিয়েছিল, চলতি বছরেই বিয়ে করবেন আলিয়া-রণবীর।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২১ ১৯:৩০
Share: Save:

আগামী ডিসেম্বর মাসে রণবীর কপূর এবং আলিয়া ভট্টের বিয়ে হবে বলে খবর ছড়িয়েছিল। গত অগস্ট মাসে বলিউডের আর এক অভিনেত্রী লারা দত্তের কথায় যেন সানাইয়ের মৃদু সুর কানে আসে। সংবাদমাধ্যমকে তিনি আচমকা বলে বসেন, ‘‘আমার ধারণা, এই বছরের শেষেই বিয়ে করবেন আলিয়া-রণবীর।’’

‘ব্রহ্মাস্ত্র’-র নায়ক বা নায়িকা, কেউই সে খবরকে মিথ্যে বলে দাগিয়ে দেননি। তাই তাকে সত্যি ভেবেই বিয়ের ঘোষণার দিন গুনছেন অনুরাগীরা। ‌এমনই সময়ে আলিয়ার মা সোনি রাজদান জানালেন, তিনি নিজের মেয়ের বিয়ের তারিখ জানেন না। আলিয়া এবং তাঁর প্রেমিক রণবীরের বিয়ের কথা জিজ্ঞাসা করায় এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘‘আমিও জানি না, কবে ওদের বিয়ে। খবর নিতে হবে। আসলে অনেক সময় পড়ে আছে তো! ভবিষ্যতে কখনও না কখনও নিশ্চয়ই বিয়ে করবে ওরা।’’ সম্প্রতি সোনি অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘কল হার এজেন্ট’ আসছে নেটফ্লিক্সে। সেই সিরিজের নামের সঙ্গে মিলিয়ে মশকরা করলেন মহেশ-পত্নী, ‘‘আমি জানি না। ‘কল হার এজেন্ট’। কিন্তু ওর এজেন্টও কিছু জানবে বলে মনে হচ্ছে না।’’

গত বছর রণবীর কপূর তাঁর এবং আলিয়া ভট্টের বিয়ে নিয়ে বলেছিলেন, ‘‘অতিমারি না এলে এত দিনে আমরা দু’জন বিয়ে করে নিতাম।’’ তার পরেই জানা যায়, চলতি বছরেই বিয়ে সারতে পারেন দুই তারকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.