Advertisement
E-Paper

পাওলির বিয়ের তথ্যসূচি…

মেহেন্দি, আইবুড়োভাত পেরিয়ে আজ পাওলি দামের বিয়ে। পাত্র ব্যবসায়ী অর্জুন দেব। এক নজরে দেখে নিন নায়িকার বিয়ের খুঁটিনাটি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৭ ১৩:৪৯
পাওলির গায়ে হলুদ। ছবি সৌজন্যে: ডেকালগ ম্যানেজমেন্ট।

পাওলির গায়ে হলুদ। ছবি সৌজন্যে: ডেকালগ ম্যানেজমেন্ট।

পাত্রী পরিচয়: পাওলি দাম। পেশা অভিনয়। টলিউড তো বটেই, বলিউডেও নিজস্ব জায়গা করে নিয়েছেন তিনি।

পাত্র পরিচয়: অর্জুন দেব। গুয়াহাটির ব্যবসায়ী। কিন্তু কলকাতার সঙ্গে পুরোমাত্রায় যোগাযোগ। পাত্রপক্ষের অনেক আত্মীয়স্বজনেরই বাস কলকাতায়। বালিগঞ্জে অর্জুনদের বাড়িও রয়েছে। বিয়ের পর পাওলি-অর্জুন সেখানেই থাকবেন বলে শোনা যাচ্ছে। তবে বিয়ের পর কিছু দিন গুয়াহাটিতেই দু’জনের থাকার কথা। পারিবারিক ব্যবসার পাশাপাশি অর্জুনের নিজস্ব হোটেলও রয়েছে।

আলাপ-পর্ব: ইতালীয় কনসাল জেনারেলের এক পার্টিতে আলাপ হয় পাওলি আর অর্জুনের। তার পরেও একাধিক অনুষ্ঠানে দু’জনের দেখা হয়। প্রেম পর্বের সেই শুরু। হবু বরকে পাওলি ‘জোজো’ বলে ডাকেন।

আরও পড়ুন, পাওলির বিয়ে, অন্দরের খবর দিতে কলম ধরলেন পাত্রীর ভাই

বিয়ের ভেন্যু: কলকাতার তাজ বেঙ্গলে হবে বিয়ের অনুষ্ঠান।

অনুষ্ঠান সূচি: একেবারে বাঙালি মতে বিয়ে করছেন পাওলি। সিঁদুরদান-সাতপাক সবই সেখানে হবে। খাওয়াদাওয়াতেও থাকছে এলাহি বন্দোবস্ত। বিয়ের পোশাকেও বাঙালিয়ানাই বজায় থাকবে। লাল বেনারসিতে সাজবেন পাওলি। পরছেন তাঁর মায়ের ট্র্যাডিশনাল সোনার গয়না।

আরও পড়ুন, গৌরব-ঋদ্ধিমা নাকি টম অ্যান্ড জেরি! কেন জানেন?

মেকআপের সাত সতেরো: পাওলির মেকআপের দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ চাকলাদার। তিনি কনের লুক ডিজাইন করেছেন। গুয়াহাটির রিসেপশনেও পাওলি সনাতনী সাজেই থাকবেন।


বরণ। ছবি: পিএসএস এন্টারটেনমেন্টসের সৌজন্যে।

বউভাতের ঠিকানা: পাত্রপক্ষের নিবাস গুয়াহাটি। ৬ তারিখে পরিবার-সহ গুয়াহাটি যাবেন পাওলি-অর্জুন। ৮ তারিখ অর্জুনদের বাড়িতে ঘরোয়া অনুষ্ঠান। ১০ ডিসেম্বর বিয়ের রিসেপশন গুয়াহাটিতেই।

কমন ফ্যাক্টর: পাওলি আর অর্জুন দু’জনেই বেড়াতে পছন্দ করেন। একসঙ্গে অনেক জায়গায় গিয়েছেনও তাঁরা। কিছু দিন আগেই পাওলি সিঙ্গাপুর গিয়েছিলেন তাঁর জন্মদিন উপলক্ষে। তবে বিয়ের পর নবদম্পতি কোথায় মধুচন্দ্রিমায় যাবেন, তা নাকি এখনও ঠিক হয়নি।

Paoli Dam পাওলি দাম Celebrities Celebrity Wedding Celebrity Marriage Tollywood Video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy