উত্তর দিনাজপুরের ইসলামপুরে এক ব্যক্তির রহস্যমৃত্যু। শুক্রবার সকালে ঘর থেকে টিঙ্কু ওরফে তাপস নন্দীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, স্ত্রী সুতপা বল তাপসকে খুন করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে টিঙ্কুর মা সন্ধ্যা নন্দী ঘরে গিয়ে তাঁর পুত্রের ঝুলন্ত দেহ দেখতে পান। তিনি চিৎকার করতে শুরু করেন। শেষে নিজেই একটি বঁটি দিয়ে শাড়িটি কেটে দেন, যা দিয়ে গলায় ফাঁস লাগিয়েছিলেন তাপস। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন:
পরিবারের তরফে জানানো হয়েছে, চার বছর আগে ইসলামপুর ব্লকের অজিতবাস কলোনির বাসিন্দা সুতপার সঙ্গে বিয়ে হয় টিঙ্কুর। কিছু দিন ধরে সুতপার এক যুবকের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি, আর্থিক কারণেও স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকত।
টিঙ্কুর পরিবারের অভিযোগ, তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। ইতিমধ্যেই সন্দেহের ভিত্তিতে সুতপা বলকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। দেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মর্গে পাঠানো হয়েছে।