ভাই-বোনের ঝগড়া। তাও আবার এমন যে প্রায় মুখ দেখাদেখিই বন্ধ। সেই ভাই-বোনের জুটি যদি সেলেব হন, তা হলে তো অন্দরের কলহ খবরে আসবেই। শোনা যাচ্ছে আমিশা পটেল ও তাঁর ভাই অস্মিতের মধ্যে এমনই ঝগড়া শুরু হয়েছে।
ঘটনার সূত্রপাত ২০০৪-এ। বাবা-মা তাঁর যাবতীয় টাকা আত্মসাত্ করে নিচ্ছেন, এই অভিযোগে নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন আমিশা। সে সময়ই ভাঙন ধরে তাঁদের পরিবারে। বাবা-মা তো বটেই এমনকী ভাই অস্মিতের সঙ্গে সম্পর্কে তিক্ততা শুরু হয়।
আরও পড়ুন, শারীরিক নিগ্রহের শিকার এই অভিনেত্রী, ভর্তি হাসপাতালে