Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Entertainment News

গৃহভৃত্যের শেষ যাত্রায় উপস্থিত অমিতাভ-অভিষেক

সম্প্রতি বচ্চন পরিবারের প্রবীণ এক গৃহভৃত্য মারা গিয়েছেন। গত ৪০ বছর ধরে বচ্চন পরিবারে গৃহকর্মে সাহায্য করতেন তিনি।

গৃহভৃত্যের শেষ যাত্রায় অমিতাভ-অভিষেক।

গৃহভৃত্যের শেষ যাত্রায় অমিতাভ-অভিষেক।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৫ জুন ২০১৯ ১২:৫৯
Share: Save:

অভিনেতা হিসেবে জনপ্রিয়তা বলুন বা সম্মান— সবই পেয়েছেন অমিতাভ বচ্চন। কিন্তু মানুষ হিসেবেও তিনি কুর্নিশ আদায় করে নেন। কখনও কৃষকদের হয়ে ঋণ পরিশোধ করে দেওয়া হোক, কখনও বা প্রাক্তন সহকর্মীর প্রয়াণে শেষকৃত্যে উপস্থিত থাকা— বহু বার অমিতাভের মানবিকতার প্রকাশ দেখেছেন তাঁর অনুরাগীরা। ফের তেমনই একটি ঘটনার সাক্ষী থাকল মুম্বই।

সম্প্রতি বচ্চন পরিবারের প্রবীণ এক গৃহভৃত্য মারা গিয়েছেন। গত ৪০ বছর ধরে বচ্চন পরিবারে গৃহকর্মে সাহায্য করতেন তিনি। তাঁর শেষকৃত্যে উপস্থিত ছিলেন অমিতাভ এবং অভিষেক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি।

ছবিটি ভাইরাল হওয়ার পর বচ্চন পরিবারের প্রশংসা করছেন অনুরাগীরা। শিক্ষায়, ব্যবহারে অমিতাভ অনুসরণযোগ্য বলে মনে করেন অনেকেই। পরবর্তী প্রজন্মের মধ্যেও নিজের শিক্ষার ধারা তিনি অব্যাহত রাখতে পেরেছেন বলেই মনে করেন দর্শকদের একটা বড় অংশ।

দেখুন, অনবদ্য অমিতাভ

দেখুন, বিনোদনের নানা কুইজ

আরও পড়ুন, কর্ণ-মোনার প্রেমের সম্পর্ক কেন ভেঙে গিয়েছিল জানেন?

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE