রবিবার। মুম্বইয়ে জলসার বাইরে ভক্তদের ভিড়। কিছু ক্ষণের মধ্যেই বাইরে এসে অনুরাগীদের উদ্দেশে হাত নাড়বেন অমিতাভ বচ্চন। এ তো চেনা রুটিন। কিন্তু ব্যতিক্রম হয়েছিল গতকাল। শারীরিক অসুস্থতার কারণে এই নিয়ম ভাঙতে বাধ্য হয়েছেন তিনি। অসুস্থতার খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছিলেন অমিতাভ।
অমিতাভ রবিবার দুপুরেই অনুরাগীদের উদ্দেশে টুইট করেন, ‘জলসার গেটে আজ বিকেলে দেখা করতে পারছি না।’ বলি সূত্রের খবর, ব্যথায় কাবু বিগ বি-র বিশ্রাম প্রয়োজন। প্রিয় অভিনেতা কেমন আছেন জানার জন্য সোমবারও চেষ্টা করেছেন অনুরাগীরা। কিন্তু অমিতাভ নিজে এখনও পর্যন্ত কিছু জানাননি।
‘ঠগস অব হিন্দোস্তান’-এ শেষ বার বড়পর্দায় দেখা গিয়েছে ৭৬ বছরের অমিতাভকে। অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’-র কাজ রয়েছে তাঁর হাতে। এ ছবিতে প্রথমবার অমিতাভ, রণবীর কপূর এবং আলিয়া ভট্টকে এক সঙ্গে দেখবেন দর্শক। আপাতত শাহেনশার সুস্থ হওয়ার অপেক্ষায় রয়েছেন সিনেপ্রেমীরা।
আরও পড়ুন, ‘সারা রাত ঘুমোতে পারিনি, কেঁদেছি, ভেবেছি কেন আমার ক্যানসার হল’
T 3154 - All Ef and well wishers .. not doing the Sunday meet at Jalsa Gate this evening .. 🙏
— Amitabh Bachchan (@SrBachchan) May 5, 2019
(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)