Advertisement
E-Paper

ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনে কলকাতায় এসে দুর্ঘটনায় পড়েছিলেন অমিতাভ

গাড়ি দাঁড়িয়ে পড়তেই অমিতাভকে এসকর্ট করে কনভয়ে থাকা সুব্রত মুখোপাধ্যায়ের গাড়িতে তোলা হয়। সেই গাড়িতেই বিমানবন্দরে পৌঁছন অমিতাভ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৭ ১৩:৪৪
অমিতাভ বচ্চন। — ফাইল চিত্র।

অমিতাভ বচ্চন। — ফাইল চিত্র।

গত সপ্তাহে ২৩তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে কলকাতায় এসেছিলেন অমিতাভ বচ্চন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের পর বিমানবন্দরে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন বিগ বি।

আরও পড়ুন, ফ্রি পাস নিয়ে ছবি দেখার হিড়িক ফিল্ম ফেস্টিভ্যালে

আরও পড়ুন, অমিতাভের নাতনি নভ্যার পার্টির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

পিটিআই সূত্রে খবর, একটি ট্রাভেল এজেন্সির গাড়িতে নেতাজি ইন্ডোর থেকে দমদম বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিলেন অমিতাভ। সেই সময়ই অমিতাভের মার্সিডিজের সামনের চাকার রিয়ার হুইলটি হঠাত্ খুলে যায়। তখন ডাফরিন রোডে ছিল ওই গাড়িটি। অমিতাভের সঙ্গে ওই গাড়িতে রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ও ছিলেন।

গাড়ি দাঁড়িয়ে পড়তেই অমিতাভকে এসকর্ট করে কনভয়ে থাকা সুব্রত মুখোপাধ্যায়ের গাড়িতে তোলা হয়। সেই গাড়িতেই বিমানবন্দরে পৌঁছন অমিতাভ। পরে নিজের টুইটার পেজে বিগ বি নিজেই শেয়ার করেছিলেন এই ছবিগুলি।

নবান্নের এক কর্তা পিটিআইকে জানিয়েছেন, অমিতাভের গাড়ির দায়িত্বে থাকা ওই ট্রাভেল এজেন্সিকে আইনি নোটিস পাঠানো হয়েছে। সংস্থাকে জরিমানাও করা হতে পারে।

অমিতাভ একেবারেই সুস্থ রয়েছেন। সেদিনই নিরাপদে ফিরে গিয়েছেন মুম্বইয়ের ‘জলসায়’।

(এই প্রতিবেদনটি প্রথম প্রকাশের সময় লেখা হয়েছিল, অমিতাভের মার্সিডিজের সামনের চাকা খুলে গিয়েছিল। কিন্তু পরে জানা যায়, খুলে যাওয়ার মতো অবস্থা হয়েছিল পিছনের বাঁদিকের চাকাটি। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত।)

Kolkata International Film Festival Amitabh Bachchan Film Actor Celebrities Kolkata Movie অমিতাভ বচ্চন
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy