Advertisement
E-Paper

মায়ের হাতের পায়েস খাওয়া, সকাল থেকে ‘হল ভিজ়িট’, জন্মদিনে ঘুচল শুভশ্রীর সঙ্গে মান-অভিমান?

জন্মদিনে কিছু নিয়ম এখনও মানেন। শুভ দিনে কি ঘুচল শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মান-অভিমানের পালা? আনন্দবাজার ডট কম-কে জানালেন তারকা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ২০:৪৪
জন্মদিনে দেবের দিনলিপি।

জন্মদিনে দেবের দিনলিপি। ছবি: সংগৃহীত।

তারকাদের নাকি বয়স বাড়ে না। তিনি যদি হন দেব, তা হলে বয়সের প্রসঙ্গ এড়িয়ে যাওয়াই ভাল! ২৫ ডিসেম্বর দেবের জন্মদিন। একই দিনে মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘প্রজাপতি ২’। সকাল থেকে দম ফেলার সময় নেই। এই দিন বাড়িতে নয়, ‘দেবদর্শন’ মিলছে প্রেক্ষাগৃহে। জন্মদিনে আলাদা করে আরাম নয়, বরং কাজেই কাটাচ্ছেন। যদিও কিছু নিয়ম এখনও মানেন। এ বার জন্মদিনে কি ঘুচল শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মান-অভিমানের পালা? আনন্দবাজার ডট কম-কে জানালেন তারকা।

নিজের জীবন নিয়ে অভিযোগ করতে রাজি নন। তবে এখন আর জন্মদিন নিয়ে ছোটবেলার মতো উন্মাদনা নেই। জন্মদিনটা কাজের মধ্যে কাটছে, সিনেমায় কাটছে— এটাই দেবের কাছে বড় প্রাপ্তি। জন্মদিনে নতুন ছবি মুক্তি পেল। তবু এই জন্মদিনকে শ্রেষ্ঠ বলতে নারাজ অভিনেতা। দেবের কথায়, ‘‘আমার ছবির প্রায় সবক’টি শো হাউসফুল। জন্মদিনে এর থেকে বড় উপহার কী-ই বা হতে পারত! মায়ের হাতে পায়েস খেয়েছি। যদিও সকাল থেকে মোবাইলে চোখ রেখেছিলাম। কারণ, এখন আমার কাছে সিনেমাটাই প্রধান। সিনেমা এখন এমন জায়গা চলে গিয়েছে, প্রত্যেক দিন মনে হচ্ছে যুদ্ধ করছি। যাঁরা দু’দিন আগে বন্ধু ছিল, তাঁদের বোঝাতে হচ্ছে যে, আমার ছবিটা-ও ভাল। আসলে লড়াইটা তো সহজ ছিল না। ২০ বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে এখনও বলতে হচ্ছে, ‘আমাকে শো দিন’। এ দিকে আমার অফিসে কত যে কেক এসেছে। জেলায় গেলে আমাকে নিয়ে মানুষের উন্মদনা দেখতে পাই। কিন্তু ওই যে, জীবনটাই লড়াই।’’

অভিনেতা জন্মদিনে অসংখ্য শুভেচ্ছাবার্তা পেয়েছেন। তাঁর ছবির জন্য শুভেচ্ছাবার্তা জানিয়ে পোস্ট করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সঙ্গে আরও দুটি ছবির জন্য শুভেচ্ছা জানিয়েছে অভিনেত্রী। যদিও দেবের নজরে পড়েনি সেই পোস্ট। এদিকে ‘ধূমকেতু’ মুক্তির পর থেকে তাঁদের সহজ সম্পর্ক যেন ফের জটিল গোলকধাঁধায় আটকা পড়ে যায়। চলে মান-অভিমানের পালা। দেবের মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা উত্তর শুভশ্রীর। সম্প্রতি পরমব্রত চট্টোপাধ্যায়ের পুত্রের অন্নপ্রাশনে এক ফ্রেমে দেখা যায় দু’জনকে। তা হলে কি সম্পর্কের শীতলতা কাটল? দেবের কথায়, ‘‘জীবন ভীষণ অনিশ্চিত। এই যুদ্ধ হচ্ছে, এই মাত্র হানাহানি। এত রাগ-অভিমান নিয়ে রাখব কোথায়! আমি সিনেমা নিয়ে ভাবব, না কি ব্যক্তিগত সম্পর্কের কথা ভাবব? পরমের ছেলের অন্নপ্রাশনে কথা হয়েছে তো! আসলে আমরা দু’জনেই পরিণত ও যে যার জীবনের সফরে ভাল আছি। এটাই যথেষ্ট।’’

Dev Bengali Cinema projapoti 2
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy