Advertisement
E-Paper

সুদূর আটলান্টায় সংসার তনুশ্রীর, স্বামী সুজিতের সঙ্গে প্রথম বড়দিনের পরিকল্পনা কী?

বিয়ের পরে প্রথম বড়দিন উদ্‌যাপন করছেন কী ভাবে? নতুন বছরের কী পরিকল্পনা রয়েছে? আনন্দবাজার ডট কম-কে জানালেন তনুশ্রী।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ১৫:২১
(বাঁ দিকে) সুজিত বসু, (ডান দিকে) তনুশ্রী চক্রবর্তী।

(বাঁ দিকে) সুজিত বসু, (ডান দিকে) তনুশ্রী চক্রবর্তী। ছবি: সংগৃহীত।

বিয়ের এখনও এক মাস কাটেনি। নবদম্পতি তনুশ্রী চক্রবর্তী ও সুজিত বসুর দাম্পত্যজীবন একেবারে টাটকা। অভিনেত্রী বিয়ে করেছেন লাস ভেগাসে, সংসার পেতেছেন আমেরিকার আটলান্টায়। বিয়ের পরে স্বামীর সঙ্গে প্রথম বড়দিন উদ্‌যাপন। এমনিতেই বিদেশে এই সময়টা উৎসবের আমেজ থাকে। বিয়ের পরে আমেরিকায় বড়দিন উদ্‌যাপন করছেন কী ভাবে, নতুন বছরের কী পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর? আনন্দবাজার ডট কম-কে জানালেন তনুশ্রী।

কলকাতায় তখন রাত। তনুশ্রী যেখানে, সেখানে সকাল। অভিনেত্রী খানিক ব্যস্ত ঘরকন্নার কাজে। ফোনের ও পার থেকে জানালেন, তিনি খুব ভাল আছেন। বড়দিনে কিছু বন্ধুবান্ধব আসবে বাড়িতে। তাই জন্য বাড়ি সাজানোগোছানোর কাজ চলছে। সেই সঙ্গে অবশ্যই থাকবে ভাল ভাল রান্না। বড়দিনের ঠিক একদিন আগেই বাড়িতে বিরিয়ানি বানিয়েছেন অভিনেত্রী। আর বড়দিনের জন্য থাকবে স্পেশাল কেক। নিজের হাতে বানাবেন সেটাও, সঙ্গে বানাবেন বাঙালি মিষ্টি।

তনুশ্রীর কথায়, ‘‘আসলে আমার স্বামী নিজে খাওয়ার থেকেও লোককে খাওয়াতে বেশি ভালবাসে। এই সময়টা এখানে মানুষ খুব আনন্দে কাটান। কলকাতায় এই সময়টা বাইরে ঘোরাঘুরির চল রয়েছে, কিন্তু এখানে বন্ধুবান্ধব সকলে বাড়িতে আসে। সে ভাবেই উদ্‌যাপন হয়।’’ বড়দিন উপলক্ষে বেশ কিছু কেনাকাটা করেছেন অভিনেত্রী। বাড়ির সঙ্গে নিজেও সাজবেন সুন্দর করে, তেমনটাই পরিকল্পনা। এই উৎসবের আমেজে তা হলে স্বামীর সঙ্গে যুগলে ছবি দেখা যাবে? বিয়ের ছবির পরে নতুন কোনও ছবি যে তাঁদের দেখা যায়নি। তনুশ্রীর সাফ উত্তর, ‘‘আমার ব্যক্তিগত জীবনটা সমাজমাধ্যমের জন্য নয়। সেটাই বজায় রাখতে চাই।’’

জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন নায়িকা। সান্টার কাছে কী উপহার চান? তনুশ্রীর কথায়, ‘‘আসলে সান্টা আমাকে জীবনে এমন একজনকে পাঠিয়েছে, যে আমাকে খুব ভালবাসে। আমি সারাজীবন এটাই চেয়েছিলাম। তাই এই নতুন জীবনটায় মানিয়ে নিতেও অসুবিধে হচ্ছে না। শুধু জায়গা বদল হয়েছে মাত্র।’’ কথার ফাঁকে নায়িকা নিজেই প্রশ্ন করলেন, “কলকাতায় ঠান্ডা কেমন?” তাঁর ওখানে হিমাঙ্কের নীচে তাপমাত্রা, কিন্তু সেই ঠান্ডা তিনি বেশ উপভোগ করছেন। তনুশ্রীর কথায়, ‘‘এখানকার শান্ত পরিবেশ, এই ঠান্ডা আমার ভাল লাগছে। যদিও মাঝেমধ্যে সর্দি-কাশি হচ্ছে। তবু পরিবেশটা চমৎকার।’’

বড়দিন বাড়িতে কাটলেও তার পরেই ঘুরতে বেরিয়ে প়ড়বেন যুগলে। নতুন বছরটা উদ্‌যাপন করবেন ওরল্যান্ডোতে। কলকাতার কথা মনে পড়ে অভিনেত্রীর, কিন্তু মনখারাপ তেমন হয় না। তনুশ্রী বলেন,‘‘আমার স্বামী আসলে আমাকে আমার মতো করেই ভালবাসেন। তাই বিয়ের পরে কোনও বদল ঘটেনি। তবে ইন্ডাস্ট্রির অন্দরে কী চলছে, সেটা নিয়ে খোঁজখবর টুকটাক রাখি। কিন্তু এই সময়টা উপভোগ করছি।’’

Tnusree Chakraborty Bengali Actress Christmas 2025 Christmas Eve
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy