১৮ জুলাই মুক্তি পাচ্ছে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ছবি ‘ডিয়ার মা’। দীর্ঘ দশ বছর পর ফের বাংলা ছবি তৈরি করছেন পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী। ছবি ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে উত্তেজনা। জোরকদমে চলছে ছবির প্রচার। ছবিতে মুখ্য চরিত্রে আছেন জয়া আহসান, চন্দন রায় স্যান্যাল এবং শাশ্বত চট্টোপাধ্যায় প্রমুখ। যে সব বাঙালি পরিচালক বাংলা ছবির পাশপাশি হিন্দি ছবির ইন্ডাস্ট্রিতে সমান ভাবে সফল, তাঁদের মধ্যে অনিরুদ্ধ অন্যতম। মুক্তির আগে তাঁর নতুন ছবি নিয়ে অমিতাভ বচ্চনের তরফে এল বার্তা।
অনিরুদ্ধ রায় চৌধুরীর সঙ্গে ‘পিঙ্ক’ ছবিতে কাজ করেছেন অমিতাভ বচ্চন। অনিরুদ্ধের নতুন বাংলা ছবির ঝলক দেখে এক্স হ্যান্ডেলে অমিতাভ লেখেন, ‘‘টোনিদা, আপনার ছবির জন্য আমার শুভেচ্ছা সব সময় রয়েছে।’’ সকাল সকাল এমন খবর পেয়ে উচ্ছ্বসিত জয়া আহসান। তিনি অমিতাভ বচ্চনের হ্যান্ডল শেয়ার করে লেখেন, ‘‘শুক্রবারের সকাল এর থেকে ভাল কী হতে পারত! আপনার আশীর্বাদের জন্য অনেক ধন্যবাদ স্যর।’’ অমিতাভের তরফে এমন শুভেচ্ছাবার্তা পেয়ে তাঁকে প্রণাম জানিয়েছেন পরিচালকও।