Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০২ ডিসেম্বর ২০২১ ই-পেপার

ট্রান্সজেন্ডারের চরিত্রে অমিতাভ? কোন ছবিতে জানেন?

নিজস্ব প্রতিবেদন
কলকাতা ২৭ এপ্রিল ২০১৯ ১২:৫৭
অমিতাভ বচ্চন। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

অমিতাভ বচ্চন। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

দীর্ঘ কেরিয়ারে অমিতাভ বচ্চনকে বিভিন্ন চরিত্রে দেখেছেন দর্শক। কিন্তু আজও প্রতিটি ছবিতে চ্যালেঞ্জ নিতে ভালবাসেন বিগ বি। শোনা যাচ্ছে এ বার এক ট্রান্সজেন্ডারের চরিত্রে পর্দায় আসতে চলেছেন শাহেনশা।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, তামিল অভিনেতা তথা পরিচালক রাঘব লরেন্স বিখ্যাত হিন্দি ছবি ‘কাঞ্চনা’র রিমেক করছেন হিন্দিতে। মুম্বইয়ের একটি রিসর্টে অক্ষয় কুমারকে নিয়ে শুটিং শুরু হয়েছে। সেখানেই এক ট্রান্সজেন্ডারের চরিত্রে অভিনয় করতে পারেন অমিতাভ।

রাঘব এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেন, ‘‘অক্ষয়ের সঙ্গে কাঞ্চনার হিন্দি রিমেক করার কথা অনেকদিন ধরে হচ্ছিল। শেষপর্যন্ত সেটার কাজ শুরু হয়েছে। স্ক্রিপ্ট অনেক ইমপ্রুভ হয়েছে। বলিউড অডিয়েন্সের রুচির সঙ্গে অক্ষয়ের চরিত্র মানানসই।’’

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

‘কাঞ্চনা’ একটি থ্রিলার ছবি। তামিলে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। যদিও এ ছবিতে কাজ করার ব্যাপারে অমিতাভ এখনও প্রকাশ্যে কিছু জানাননি।

আরও পড়ুন, ‘ছপক’-এর শুটিংয়ের ভিডিয়ো ফাঁস, নতুন লুকে দীপিকা!

(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)

আরও পড়ুন

Advertisement