আসলে দিন কয়েক আগেই ধুমধাম করে পালিত হয়েছে অমিতাভের নাতনি আরাধ্যা বচ্চনের জন্মদিন। সেই পার্টিতে বাবা অর্থাত্ শাহরুখ খানের সঙ্গে হাজির ছিল আব্রামও। সেখানেই এই স্টার কিড ‘বুড়ির চুল’ কেনার বায়না ধরে। তার সেই আবদার মেটাতে এগিয়ে আসেন খোদ অমিতাভ বচ্চন। সঙ্গে ছিলেন শাহরুখও। বিগ বি কয়েকটি ছবি টুইট করে নিজেই এ কথা জানিয়েছেন।
আরও পড়ুন, মুভি রিভিউ: যৌনতা নিয়ে নতুন করে ভাবালেন বিদ্যা
অমিতাভ লিখেছেন ‘… ও বুড়ির চুল চাইছিল। আমরা ওকে স্টলে নিয়ে গিয়েছিলাম। তারপর ও যতটা খুশি হয়েছিল সেটা অমূল্য।… ’ ' ' !!
অমিতাভ লিখেছেন ‘… ও বুড়ির চুল চাইছিল। আমরা ওকে স্টলে নিয়ে গিয়েছিলাম। তারপর ও যতটা খুশি হয়েছিল সেটা অমূল্য।… ’
আব্রামের এই খুশির ছবি আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এক ফ্রেমে এই তিন জনকে দেখে খুশি অনুরাগীরাও।