Advertisement
E-Paper

অমলের ‘ফিরে আসা’

‘ফিরে আসা’ শব্দবন্ধটাকে একেবারেই বরদাস্ত করতে পারেন না অমল পালেকর। ১৯৭০ দশকের ‘সমান্তরাল’ ছবির এই আইকন সম্প্রতি জানিয়েছেন, বলিউডের অত্যন্ত চালু টার্ম ‘কামব্যাক’ কানে এলেই তাঁর অ্যালার্জি হয়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জুলাই ২০১৫ ০০:০৪

‘ফিরে আসা’ শব্দবন্ধটাকে একেবারেই বরদাস্ত করতে পারেন না অমল পালেকর। ১৯৭০ দশকের ‘সমান্তরাল’ ছবির এই আইকন সম্প্রতি জানিয়েছেন, বলিউডের অত্যন্ত চালু টার্ম ‘কামব্যাক’ কানে এলেই তাঁর অ্যালার্জি হয়।

তবে, সত্যি বলতে, ৭০ বছর বয়সী অভিনেতা এই মুহূর্তে কিন্তু আক্ষরিক অর্থেই এক ‘কামব্যাক’-প্রক্রিয়ার মধ্যেই রয়েছেন। ‘চিতচোর’, ‘ঘরোন্দা’, ‘গোলমাল’, ‘বাতোঁ বাতোঁ মেঁ’-র নায়ক একটা সময়পর্বের পর আর সে ভাবে পর্দায় উপস্থিত থাকেননি। এক বিশেষ ধরনের জনপ্রিয়তার তুঙ্গে থাকার কালেই এই ‘সরে যাওয়া’। ১৯৮৬-এ ‘বাত বন যায়ে’-র পরে তিনি সে ভাবে আর অভিনয়ে ছিলেন না। ২০০১-এ ‘অকস’ ছবিতে এক ঝলক দেখা দেওয়া ছাড়া বলিউড-স্ক্রিনে আর ফিরে পাওয়া যায়নি তাঁকে। ছোট পর্দাতেও সেই ১৯৯০ দশকের পরে তিনি বিরল হয়ে গিয়েছিলেন। এই দীর্ঘ সময়ে অমল মন দিয়েছেন ছবি পরিচালনায়।

এই অনুপস্থিতির পরে অভিনেতা অমলকে ফিরে পেতে চলেছেন তাঁর ভক্তরা ছোটপর্দার এক ধারাবাহিকে। ‘রোশনি... এক নয়ি উম্মিদ’ নামের এই ধারাবাহিকটি বস্তুতপক্ষে এক মেডিক্যাল ড্রামা, যার মধ্যে জুড়ে রয়েছে পারিবারিক মূল্যবোধের গল্পও। এই উপলক্ষে অমল জানিয়েছেন, এটাকে ‘ফিরে আসা’ বলতে নারাজ তিনি। অভিনয় জগতে তাঁর আগমন পরিকল্পনাহীন ভাবে, ঘটনাচক্রে। সুতরাং, এক্ষেত্রে ‘ঘটনাচক্র’ আবার সক্রিয় হয়ে উঠেছে, বলা যায়। ‘রোশনি... এক নয়ি উম্মিদ’-এর কাহিনি তাঁর পছন্দ হয়েছিল। প্রোডাকশন টিমকেও ভাল লেগেছিল। এতে অভিনয় করতে পেরে তিনি খুশি। এই ধারাবাহিকের নামভূমিকায় থাকছেন পূজা গৌড়, অমলের চরিত্রটি একজন ডাক্তারের।

Amol Palekar Chitchor Gharonda Gol Maal Baaton Baaton Mein Roshni... Ek Nayyi Ummid Aks Pooja Gaur
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy