Advertisement
E-Paper

‘স্যান্ডির চুমুটা দেখালো, ঋ-দির আদরটা বাদ!’

বিগ বস হাউস থেকে আউট হয়ে গিয়েছেন বেশ কয়েক দিন। কলকাতায় ফিরেও যেন ট্রমা কাটছে না তাঁর। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোচ্ছেন না। নেগেটিভ কমেন্ট শুনতে শুনতে মন খারাপ। তবুও তিনি অকপট। প্রেম, শরীর, বন্ধুত্ব— সব নিয়ে অকপট এনা সাহা। শুনলেন স্বরলিপি ভট্টাচার্য। বিগ বস হাউস থেকে আউট হয়ে গিয়েছেন বেশ কয়েক দিন। কলকাতায় ফিরেও যেন ট্রমা কাটছে না তাঁর। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোচ্ছেন না। নেগেটিভ কমেন্ট শুনতে শুনতে মন খারাপ। তবুও তিনি অকপট। প্রেম, শরীর, বন্ধুত্ব— সব নিয়ে অকপট এনা সাহা। শুনলেন স্বরলিপি ভট্টাচার্য।

শেষ আপডেট: ২৩ মে ২০১৬ ১২:৪৫
সেলফি টাইম। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

সেলফি টাইম। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

শো-টা কি স্ক্রিপ্টে়ড?

এনা: একেবারেই নয়। কেন এমন বলছেন?

আসলে হাসি, কান্না, প্রেম সবই এতটা মেপে টেলিকাস্ট হচ্ছে…

এনা: ওখানে এমন একটা সিচুয়েশনে থাকতে হয় যে প্রেম, ঝগড়া সবটাই স্বাভাবিক। আবার খুব তাড়াতাড়ি সব মিটেও যায়। কিছুই তো নর্মাল দিনের মতো নয়। তাই না?

দুঃখ হলে কী করতেন? আপনাকে তো অনেক বার অন ক্যামেরা কাঁদতেও দেখেছেন দর্শক।

এনা: আমার বহু পুরনো অভ্যেস কষ্ট পেলে ফোনে কিছু বলে সেটা রেকর্ড করে রাখি। পরে সেটা শুনে নিজের ভুলগুলো বোঝার চেষ্টা করি। ওখানে তো সেই অপশন ছিল না। তাই আউটবার্স্ট হওয়াটা স্বাভাবিক।

আর কান্নাটা? স্রেফ গেম?

এনা: (বেশ গম্ভীর হয়ে) একেবারেই নয়। আমি কোনও গেম খেলিনি। আমার উপর অনেক প্রেশার ছিল।

কী প্রেশার?

এনা: আসলে আমার উপর চ্যানেলের থেকে অনেক প্রেশার ছিল। এমন কয়েক জন আছেন, যাঁদের কথা ফেলতে পারিনি। কেরিয়ারের শুরুর দিক তো…বুঝতেই পারছেন।

তা হলে ব্যাঙ্ক ব্যালেন্স এক লাফে অনেকটা বাড়া ছাড়া কোনও লাভ নেই বলছেন?

এনা: এই শো অনেকটা টাকা দিয়ে পার্সোনাল লাইফ কিনে নেওয়ার মতো। (কিছুটা বিরক্ত) আমি বেরিয়ে বুঝতে পারছি আমার ইমেজে কতটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়েছে।

কেন? কে কী বলল?

এনা: অনেকেই তো বলছে, আমি ছেলেদের গায়ে পড়া। স্যান্ডিকে চুমু খাচ্ছি, সেটা দেখানো হচ্ছে। কিন্তু ঋ-দি যখন আমাকে চুমু খাচ্ছে, আমি ঋ-দিকে আদর করছি— সেটা তো কই দেখানো হল না? ২৪ ঘণ্টার মধ্যে মাত্র এক ঘণ্টা দেখানো হচ্ছে। তাই ওইটুকু দেখে বিচার করে অনেকেই ভুল বুঝছেন।


বিগ বসের বাড়িতে এনার সবচেয়ে পছন্দের ঋ এবং শিলাজিত্। ছবি: ফেসবুকের সৌজন্যে।

সত্যিই স্যান্ডির সঙ্গে প্রেম করতেন?

এনা: ইয়েস। ও আমার কাছে খুব স্পেশাল। আমি ওর প্রতি দুর্বল হয়ে পড়েছি। আই উইল বি হিয়ার ফর হিম সিওর। যদিও বাইরে এসে জানতে পেরেছি, ওর কিছু মিথ্যে কথার জন্য আমার কাছের বন্ধুদের কষ্ট দিয়েছি। তবে ওর ভালবাসাতেও কোনও খাদ ছিল না। তাই আমার কোনও অভিযোগ নেই।

আর মৈনাক?

এনা: মৈনাক আমার এমন বন্ধু যার কাঁধে মাথা রেখে কেঁদে হাল্কা হওয়া যায়।

কিন্তু, মৈনাকের জন্যই তো স্যান্ডি আপনাকে ভুল বুঝলেন?

এনা: এতে ওর কোনও দোষ নেই। ও দর্শক হয়ে ২৪ ঘণ্টাটা এক ঘণ্টায় দেখেছে। আমিও যদি এ ভাবে দেখতাম, আমারও হয়তো কষ্ট হত।

রিলেশনটা কনটিনিউ করবেন?

এনা: আমি ওর পাশে সব সময় থাকব। লেট হিম ডিসাইড।

আপনাকে অনেকে ফাঁকিবাজ বলতেন। এটা কি সত্যি?

এনা: একদম সত্যি। আমাকে সবাই খুব প্যাম্পার করত। প্রথম দু’সপ্তাহ তো স্যান্ডি খুব কেয়ারিং ছিল। আমার সব কাজ ও করে দিত। এ ছাড়াও শিলাদা (শিলাজিত্), অপূর্ব বা প্রীতিদি আমার কাজ করে দিত।

বিগ বস হাউসে কে সবথেকে বেশি সমস্যা তৈরি করেন?

এনা: প্রিয়া পাল। ওই বাড়িতে আমার দেখা সবথেকে খারাপ চরিত্র। এত মিথ্যে কথা বলে যে, ওর জন্য অনেক ভুল বোঝাবুঝি হচ্ছে।

অনেকে নাকি খাবার চুরি করেও খান?

এনা: দেখুন, চুরি করে বাড়িতে অনেকেই খেত। আর সেটা নিয়ে পরে অশান্তিও হত। আমার মনে হয়, প্রিয়াদি এটা বেশি করত।

আপনার মতে উইনার কে?

এনা: মাথা দিয়ে ভাবলে মিখাইল। ওর সঙ্গে কথা বলে বুঝেছি, প্রাইজ মানিটা ওর দরকার। আর মনের কতা শুনলে অবশ্যই স্যান্ডি। মনে হচ্ছে, ও একটা স্ট্র্যাটেজি নিয়ে খেলছে। ওর জন্য জেতাটা খুব দরকার।

Ena Saha Big Boss entertainment tollywood Swaralipi Bhattacharyya
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy