Advertisement
১৮ মে ২০২৪

সাসপেন্ড হলিউড পরিচালক

এ বার পরিচালক, লেখক অ্যান্ড্রু ক্রেসবার্গের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ওঠায় তাঁকে সাসপেন্ড করল চলচ্চিত্র নির্মাতা সংস্থা ওয়ার্নার ব্রাদার্স। অ্যারো, দ্য ফ্ল্যাশ, সুপারগার্ল-এর মতো একের পর এক জনপ্রিয় টেলি সিরিজের স্রষ্টা ক্রেসবার্গ ২০১৫ সাল থেকে এই সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ।

অ্যান্ড্রু ক্রেসবার্গ। ছবি: সংগৃহীত।

অ্যান্ড্রু ক্রেসবার্গ। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
লস অ্যাঞ্জেলেস শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৭ ০১:৩৫
Share: Save:

যৌন হেনস্থার অভিযোগে ফের তোলপাড় হলিউড।

এ বার পরিচালক, লেখক অ্যান্ড্রু ক্রেসবার্গের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ওঠায় তাঁকে সাসপেন্ড করল চলচ্চিত্র নির্মাতা সংস্থা ওয়ার্নার ব্রাদার্স। অ্যারো, দ্য ফ্ল্যাশ, সুপারগার্ল-এর মতো একের পর এক জনপ্রিয় টেলি সিরিজের স্রষ্টা ক্রেসবার্গ ২০১৫ সাল থেকে এই সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ। তবে গত কয়েক বছরে তাঁর বিরুদ্ধে জমা পড়া একের পর এক যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে তাঁকে সাসপেন্ড করল ওয়ার্নার ব্রাদার্স। সংস্থার তরফে কড়া বার্তা দিয়ে জানানো হয়েছে, ‘‘এই বিষয়ে অন্তর্তদন্ত চলছে। কাজের জায়গায় কেউ অস্বস্তিকর পরিবেশ তৈরি করার চেষ্টা করলে তা কখনওই বরদাস্ত করা হবে না।’’ অন্তত ১৫ জন মহিলা ও ৪ জন পুরুষ ক্রেসবার্গের বিরুদ্ধে সরাসরি যৌন হেনস্থার অভিযোগ জানিয়েছিলেন। অনেকেরই দাবি ছিল, ক্রেসবার্গ কাজের জায়গাটা এতটাই বিষাক্ত করে তুলেছিলেন যে বাধ্য হয়ে তাঁদের কাজ ছাড়তে হয়।

তবে নিজের বিরুদ্ধে ওঠা কোনও অভিযোগই মানতে চাননি ক্রেসবার্গ। তাঁর দাবি, কারও সাজপোশাক নিয়ে তিনি মন্তব্য করলেও তা সব সময় এক জন পরিচালকের দৃষ্টিকোণ থেকে বলেছেন। মহিলাদের সঙ্গে সৌজন্যমূলক কোলাকুলি বা চুম্বন বিনিময় করলেও তা কখনও অশালীন আচরণের পর্যায়ে পড়েনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE