করিশ্মা কপূরের প্রাক্তন স্বামী সঞ্জয় কপূরের মৃত্যুর পর তাঁর ৩০ হাজার কোটি টাকার সম্পত্তির উত্তরাধিকারী কে হবেন, তা নিয়ে চলছে দড়ি টানাটানি। স্বামীর সম্পত্তির পুরোটাই নিজের অধিকার বলে দাবি করেছেন তৃতীয় স্ত্রী প্রিয়া কপূর। এরই মধ্যে সঞ্জয়ের বোন মন্দিরার দাবি, তাঁর ভাইয়ের মৃত্যু স্বাভাবিক নয়। এ বার আরও এক তথ্য প্রকাশ্যে আনলেন মন্দিরা।
সম্প্রতি, এক সাক্ষাৎকারে মন্দিরা জানিয়েছেন, প্রতি মাসে সঞ্জয়ের স্ত্রী প্রিয়া কয়েক কোটি টাকা বেতন নেন কোম্পানি থেকে। যেখানে তাঁর মা অনেক কম টাকা পান প্রতি মাসে। মন্দিরা বলেন, “আমার বাবা যখন বেঁচেছিলেন তখন মা অনেক বেশি বেতন নিতেন কোম্পানি থেকে। দাদা যখন ছিলেন তখনও মা ২১ লক্ষ টাকা মাসে পেতেন। কর কেটে তখন হাতে পেতেন ১৩ লক্ষ টাকা। এখন সেটাও পান না। তা কমে দাঁড়িয়েছে ১২ লক্ষ টাকা। এ দিকে বাইরের মানুষ পাচ্ছে কোটি কোটি টাকা।” প্রিয়ার দিকে ইঙ্গিত করে মন্দিরার দাবি, সঞ্জয়ের স্ত্রী মাসে ৫ কোটি টাকা বেতন পান। মন্দিরা যোগ করেন, “ভেবে দেখুন, বাইরের মানুষ পাচ্ছেন ৫ কোটি, আর যিনি এই কোম্পানি তৈরি করেছেন তিনি পাচ্ছেন ১২ লক্ষ টাকা।” যদিও এই বিষয়ে প্রিয়া এখনও কোনও কথা বলেননি।
আরও পড়ুন:
ননদের সঙ্গে যে প্রিয়ার সুসম্পর্ক নেই তা আগেই বোঝা গিয়েছিল। ২০১৭ সালে সঞ্জয় ও প্রিয়া গাঁটছড়া বাঁধেন। যদিও সেখানে যাননি মন্দিরা ও তাঁর আর এক বোন। সেই সময়ে করিশ্মার পাশে না দাঁড়াতে পারার আক্ষেপও রয়েছে মন্দিরার মধ্যে। “তখন আমরা কথাও বলতাম না আর। ওঁর (করিশ্মা) বোধ হয় আমার উপর রাগ হয়েছিল, যদিও ওঁর দোষ নয়। আমার প্রিয় বন্ধু ছিল করিশ্মা। ওঁর পাশে দাঁড়ানো উচিত ছিল আমার।”