Advertisement
২৫ এপ্রিল ২০২৪

আদালতের নির্দেশে ‘আশ্চর্য’ নন, ‘আশ্বস্ত’ পরিচালক

সেন্সর বোর্ড ছাড়পত্র দিলে রাজ্য সরকার বা অন্য কোনও সংস্থা ছবির প্রদর্শনে বাধা দিতে পারে না। রাজ্য সরকার কোনও ছবির প্রদর্শনে বাধা দিলে তা বাক্‌স্বাধীনতার মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হয়। এ কথা জানিয়ে শুক্রবার ‘ভবিষ্যতের ভূত’ ছবিটির প্রদর্শন বন্ধ করার বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের কাছে ২৫ মার্চের আগে জবাবদিহি চেয়েছে সুপ্রিম কোর্ট।

শনিবার দুর্গাপুরের সিটি সেন্টারে মিছিল। নিজস্ব চিত্র

শনিবার দুর্গাপুরের সিটি সেন্টারে মিছিল। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৯ ০৬:৪০
Share: Save:

‘ভবিষ্যতের ভূত’ প্রদর্শন বন্ধের প্রতিবাদে শনিবার ‘শিল্পী সমন্বয়, দুর্গাপুরের’ তরফে সিটি সেন্টারে মিছিল ও পথসভা আয়োজিত হল। সেখানে যোগ দেন সিনেমার পরিচালক অনীক দত্ত ও ছবির কয়েক জন কলাকুশলী। সিনেমা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরে এ দিন অনীক দুর্গাপুরে আশাপ্রকাশ করেন, দ্রুত হলে ফিরবে সিনেমাটি।

সেন্সর বোর্ড ছাড়পত্র দিলে রাজ্য সরকার বা অন্য কোনও সংস্থা ছবির প্রদর্শনে বাধা দিতে পারে না। রাজ্য সরকার কোনও ছবির প্রদর্শনে বাধা দিলে তা বাক্‌স্বাধীনতার মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হয়। এ কথা জানিয়ে শুক্রবার ‘ভবিষ্যতের ভূত’ ছবিটির প্রদর্শন বন্ধ করার বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের কাছে ২৫ মার্চের আগে জবাবদিহি চেয়েছে সুপ্রিম কোর্ট। মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে সর্বোচ্চ আদালতের আরও নির্দেশ, ছবির প্রদর্শনে কোনও রকম বাধা যাতে তৈরি না-হয়, তা নিশ্চিত করতে হবে।

এ দিন শহরে একটি মিছিল হয়। মিছিল দেখে অনীক বলেন, ‘‘মানুষ যে সচেতন তা বারবার বোঝা যাচ্ছে। কলকাতার মতোই বড় মিছিল হল দুর্গাপুরেও।’’ সেই সঙ্গে আদালতের নির্দেশ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এমন হওয়া প্রত্যাশিত ছিল। মৌলিক অধিকার বজায় রয়েছে। তাই আশ্চর্য হইনি, আশ্বস্ত হয়েছি। এটা বুঝেছি, আদালতের রায়ে সাধারণ মানুষের প্রতিবাদ প্রতিফলিত হয়েছে।’’

তবে সিনেমার প্রদর্শন নিয়ে অনীকবাবু এখনও সংশয়ে। তাঁর কথায়, ‘‘এখনই নিশ্চিন্ত হওয়ার উপায় নেই।’’

যদিও তিনি জানান, সুপ্রিম কোর্টের নির্দেশের পরে প্রযোজকরা হল মালিকদের সঙ্গে কথাবার্তা শুরু করেছেন।

ছবি আটকানো প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘‘ছবিতে বাম, ডান, মধ্যম সবার কথাই আছে। একটি দল যেহেতু এখানে শাসকের ভূমিকায় রয়েছে, অবশ্যই তাঁদের নিয়ে একটা বড় অংশ আছে। আমার চারপাশে যা আছে তা-ই তো থাকবে ছবিতে!’’ ভোটের ঠিক আগে দুর্গাপুরে এমন কর্মসূচি কেন, সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ভোটের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। অনেক আগে থেকে এই দিনটা ঠিক হয়েছিল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE