প্রায়ই পোশাক নিয়ে বিতর্কে জড়ান নেহা ভসীন। গায়িকা হয়েও কেন তিনি খোলামেলা পোশাক পরে ঘোরেন, এই নিয়েও নেহাকে কটাক্ষ করেন নেটাগরিকেরা। পোশাকের কারণে তাঁকে পর্ন তারকার সঙ্গেও তুলনা করেছেন অনেকে। যদিও নিজের মনের কথা বলতে ভয় পান না নেহা। এ বার নেহা জানালেন, তিনি সন্তান ধারণ করতে চান না। এটা নেহা ও তাঁর স্বামীর যৌথ সিদ্ধান্ত।
আরও পড়ুন:
বর্তমান সময়ে এমন বহু দম্পতি আছেন, যাঁরা নিজেদের উত্তরসূরি চান না। সেই তালিকায় রয়েছেন গায়িকা নেহা ও তাঁর স্বামী সমিরুদ্দিন। প্রায় ৯ বছরের বিবাহিত জীবন তাঁদের। একে অপরের সঙ্গে সুখে আছেন। কিন্তু, উভয়েরই সন্তানে অনীহা। নেহা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, তিনি মনে করেন না তাঁর বংশ বৃদ্ধি করার আদৌ কোনও প্রয়োজনীয়তা রয়েছে। গায়িকার কথায়, ‘‘এর নির্দিষ্ট কোনও কারণ নেই। আমরা আমাদের জীবনের চাওয়া-পাওয়ার সমাপ্তি আমাদের সঙ্গেই ঘটাতে চাই। জৈবিক উপায়ে যে নিজেদের উত্তরসূরি পৃথিবীতে নিয়ে আসতেই হবে, এমনটা নয়। এটা আমাদের সিদ্ধান্ত। এবং এই সিদ্ধান্তে আমরা সহমত।’’
নেহা জানান, আসলে তিনি বিয়েরও বিপক্ষে। নেহার যুক্তি, সৃজনশীল মানুষের কাছে তাঁদের সৃষ্টিই প্রথমে থাকে। ভালবাসার মানুষ সব সময়ে দ্বিতীয় স্থান পায়।