Advertisement
E-Paper

‘সুনিতা আমাকে ফেলে একাই হনিমুনে চলে গিয়েছিল!’

একা একাই নাকি মধুচন্দ্রিমা করতে চলে গিয়েছিলেন অনিল পত্নী সুনিতা। অনিল লিখেছেন,‘বিয়ের তিন দিন পরেই আমার আউটডোর শুট ছিল। ম্যাডাম আমার জন্য আর অপেক্ষা করেননি। একা একাই চলে গিয়েছিলেন হানিমুনে।’ তবে কেন সুনিতা একা গিয়েছিলেন, বা পরে অনিল যোগ দিয়েছিলেন কিনা, তা অবশ্য খোলসা করেননি নায়ক।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৮ ১৪:২৩
স্ত্রী সুনিতার সঙ্গে খোশমেজাজে অনিল কপূর। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম।

স্ত্রী সুনিতার সঙ্গে খোশমেজাজে অনিল কপূর। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম।

ঝট মঙ্গনি ফট বিয়া...

হ্যাঁ, এই ভাবেই ঝটপট বিয়ের পিঁড়িতে বসে পড়েছিলেন অনিল কপূর। স্ত্রী সুনিতা কপূরের সঙ্গে ৪৫ বছরের সম্পর্ক। ১৫ বছরের প্রেম আর ৩০ বছরের বৈবাহিক জীবন। ‘হিউম্যানস অব বম্বে’-এর ফেসবুক পেজে প্রেম থেকে বিয়ে— সবকিছুই খোলামেলাভাবে শেয়ার করলেন অনিল।

সেখানে অনিল লিখছেন, "যেই না আমার প্রথম ছবির অফার আসে, ভেবেছিলাম যে, এ বার কিচেন হয়ে যাবে, বাড়ি তৈরি হয়ে যাবে,সবই ধীরে ধীরে হয়ে যাবে। তাহলে বিয়েটা এ বার চটপট সেরে ফেলতে হবে। আর সঙ্গে সঙ্গে আমি সুনিতাকে ফোনকরে বলি, চলো! কালই আমরা বিয়ে করে ফেলি। হয় কাল নয়তো আর কখনও নয়। ঠিক তার পরের দিন আমরা বিয়ের পিঁড়িতে বসে পড়ি।"

তবে মজার বিষয়টা হল, একা একাই নাকি মধুচন্দ্রিমা করতে চলে গিয়েছিলেন অনিল পত্নী সুনিতা। অনিল লিখেছেন,"বিয়ের তিন দিন পরেই আমার আউটডোর শুট ছিল। ম্যাডাম আমার জন্য আর অপেক্ষা করেননি। একা একাই চলে গিয়েছিলেন হানিমুনে।" তবে কেন সুনিতা একা গিয়েছিলেন, বা পরে অনিল যোগ দিয়েছিলেন কিনা, তা অবশ্য খোলসা করেননি নায়ক।

আরও পড়ুন: ‘টাকার জন্য এত নীচে নামলি! এ-ও শুনতে হয়েছে আমাকে’

আরও পড়ুন: অন্য কারণে ‘ভারত’ ছাড়লেন প্রিয়ঙ্কা?

কিন্তু বেটার হাফ সুনিতার সঙ্গে প্রেম কী ভাবে জমে উঠল অনিলের?

"আমারই এক বন্ধু সুনিতাকে আমার ফোন নম্বর দিয়েছিল। তা-ও আবার প্র্যাঙ্ক কল করার জন্য। সেই আমার প্রথম সুনিতার গলা শোনা। আর প্রথম বার গলা শুনেই আমি সুনিতার প্রেমে পড়ে যাই"— ফেসবুকে লিখেছেন অনিল।

ব্যস! তারপর আর এই লাভ কাপলকে দেখে কে! জমে উঠেছিল অনিল আর সুনিতার প্রেমকাহিনি। ১৯৮৪-র মে মাসে সুনিতার গলায় মালা পরান তখনকার উঠতি অভিনেতা অনিল কপূর। আর সেই বছরেই মুক্তি পেয়েছিল অনিল কপূরের প্রথম ছবি ‘মেরি জং’।

দুই মেয়ে রিয়া আর সোনমকে সঙ্গে নিয়ে অনিল আর সুনিতা। ছবি: সোশ্যাল মিডিয়া।

তবে বিয়ের আগে বহুদিন ধরে ডেট করে যাচ্ছিলেন দু’জনে। বিয়ে করার জন্য সুনিতার তরফে বিন্দুমাত্র চাপ এসে পড়েনি অনিলের কাঁধে। "সুনিতা আমাকে আমার থেকেও বেশি চেনে। আমারা বাড়ি আর জীবনটা একসঙ্গেই গড়েছি।"

সুনিতার প্রশংসায় পঞ্চমুখ মিস্টার কপূর। ফেসবুকে যোগ করলেন,‘সুনিতা পারফেক্ট মাদার, পারফেক্ট স্ত্রী’। তবে আর পাঁচটা মানুষের মতো টুকটাক ঝামেলা তাঁদের মধ্যেও লেগে থাকে। কারণ? অনিল লিখেছেন,"সুনিতা খালি টাকা চায় আমার কাছে। যেই বলি, কালই তো তোমাকে টাকা দিলাম। ওঁর একটাই উত্তর, শেষ হয়ে গিয়েছে।"

তবে অনিল কপূরকে আজকাল ফ্যানটাস্টিক ফ্যানি বলছেন তাঁর ফ্যানেরা। কারণ, তাঁর ছবি ফ্যানি খান মুক্তি পেতে চলেছে শীঘ্রই।

Anil Kapoor Sunita Kapoor Bollywood Celebrities অনিল কপূর Fanney Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy