হেডলাইনটা ঠিক পড়ছেন। গায়ক অনুপমকে সকলেই চেনেন। কিন্তু তিনি নাকি সিনেমাও করতে চেয়েছিলেন। আর এ কথা নিজেই স্বীকার করেছেন তিনি। বলছেন গত ছ’মাস ধরে চেষ্টা করে তিনি যেটা বানিয়েছেন, আদতে তা নাকি আর যাই হোক সিনেমা নয়!
আরও পড়ুন, ‘রাধার জন্যই ওজন বাড়িয়েছিলাম’
তবে গল্পে একটা ছোট্ট টুইস্ট রয়েছে। অনুপমের এই সিনেমা তৈরির ইচ্ছে আদতে রিল লাইফের অংশ। সৌজন্যে পরিচালক মৈনাক ভৌমিকের আসন্ন ছবি ‘চলচ্চিত্র সার্কাস’। তারই টাইটেল ট্র্যাক মুক্তি পেয়েছে সদ্য। সেই গানেই এ কথা বলেছেন অনুপম।
আরও পড়ুন, ঋতুদা বলেছিল, তুই ডবলডেকার বাসের তলায় চাপা পড়ে মর
পুজোর বক্স অফিসের লড়াইয়ে মৈনাকের তাস ‘চলচ্চিত্র সার্কাস’। পাওলি দাম, ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, অরিন্দম শীল, রুদ্রনীল ঘোষ, বিশ্বনাথ বসু, গার্গী রায়চৌধুরি-সহ এক ঝাঁক শিল্পীর অভিনয় সমৃদ্ধ করেছে ছবিটিকে। অনুপমের গান ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। দর্শকরাও পছন্দ করছেন। সব মিলিয়ে নতুন ছবিতে মৈনাক কতটা নতুনত্বের ছোঁয়া আনতে পারলেন, সে দিকেই তাকিয়ে টলিউড।