সম্প্রতি এআর রহমান জানান, ধর্মীয় বিভাজনের জন্য গত আট বছরে একাধিক কাজ হারিয়েছেন। তার পর থেকেই বিতর্কে রহমান। ক্ষমা চাইলেও বিতর্ক থামেনি। ইন্ডাস্ট্রির সতীর্থরাই রহমানের বিরুদ্ধে মুখ খুলেছেন। কেউ কেউ আবার তাঁর পক্ষেও সওয়াল করেছেন। বাবাকে নিয়ে এমন বিতর্কে এ বার প্রধানমন্ত্রীর কথা তুলে ধরলেন রহমানের ছেলে।
আরও পড়ুন:
রহমানের ছেলে আমীন একটি পুরানো ভিডিয়ো পোস্ট করেন, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে রহমানের কাজের প্রশংসা শোনা যাচ্ছে। ভারতীয় সংস্কৃতি ঐতিহ্যকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য রহমানের প্রশংসা করেন মোদী। এ ছাড়াও বিশ্ববিখ্যাত ব্যান্ড ‘কোল্ডপ্লে’-এর সঙ্গে রহমানের অনুষ্ঠানের ভিডিয়ো পোস্ট করেন তিনি। যদিও মেয়ে খাতিজা কড়া ভাষায় সমালোচকদের আক্রমণ করেছেন। খাতিজা লেখেন, ‘‘এরা গীতা পড়েনি, না পড়েছে কোরান, এমনকি বাইবেলও পড়েনি। এরা ধর্মগ্রন্থের নিষ্ঠা, অনুশাসন, অন্তর্নিহিত শান্তি— কিছু বোঝে? একদল অসভ্য লোক, যারা শুধু ঘৃণা ছড়ায়।’’
বিতর্কে জেরবার হয়ে রহমান বলেন, “আমি ভারতীয় হয়ে নিজেকে ধন্য মনে করি। ভারতীয় বলেই আজ আমি সৃষ্টি করতে এবং ভিন্ন সংস্কৃতিকে স্বাধীন ভাবে উদ্যাপন করতে পারি।”