Advertisement
২০ এপ্রিল ২০২৪
Vivaan Ghosh

ইনস্টাগ্রামে একের পর এক ছবি, বিভানকে কি মিস করছেন রিমঝিম?

বিভান জানিয়েছেন, খুব শিগগিরিই ‘অশোক’ ফিরছেন ‘কৃষ্ণকলি’তে। অর্থাৎ, বিরহের প্রহর শেষ হল বলে। ‘অশোক’ ফিরলে ‘দিশা’ও ফিরবেন, জানা কথা।

বিভান ঘোষ ও রিমঝিম ঘোষ।

বিভান ঘোষ ও রিমঝিম ঘোষ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২০ ১৫:৫৭
Share: Save:

শিরোনাম দেখে প্রশ্ন উঠতেই পারে, বেছে বেছে বিভান ঘোষকেই কেন ‘মিস’ করছেন রিমঝিম মিত্র?

দুটো উত্তর। এক, চিত্রনাট্য অনুযায়ী ধারাবাহিক ‘কৃষ্ণকলি’র ‘অশোক’ বিভান জেলবন্দি। বন্দিনী ‘দিশা’ রিমঝিমও। ফলে, এক সঙ্গে কোনও শ্যুট নেই দৃশ্য নেই বলে। তাই-ই হয়ত ‘মিস’ করছেন।

টেলি দুনিয়া কি এত সহজে বোঝার জায়গা? সেখানে গুঞ্জন, বিভান ছবি পোস্ট করলে সেখানে রিমঝিম মন্তব্য করছেন ‘মিসিং ইউ’। আবার নিজেও তাঁর সঙ্গে বিভানের তোলা ছবি শেয়ার করছেন নিজের ইনস্টায়।

এত ‘অভাববোধ’ কেন?

ফোনে অভিনেত্রীকে ধরা যায়নি। গোটা ঘটনা জানতে আনন্দবাজার ডিজিটাল ফোন করেছিল বিভানকে। প্রশ্ন শুনেই হেসে ফেলেন অভিনেতা। বললেন, ‘‘চিত্রনাট্যকার সুশান্ত দাস আপাতত আমাকে জেলে পাঠিয়ে দিয়েছেন। তাই ব্যস্ত ওঁরই আরেকটি প্রোজেক্ট ‘আলো ছায়া’ নিয়ে। সেখানে আমি ‘বড় ছেলে’র ভূমিকায়। যখন ‘কৃষ্ণকলি’ থেকে ছুটি মেলে তখন ওই চরিত্রে অভিনয় করি।’’

শ্যুটিংয়ের ফাঁকে বিভান ও রিমঝিম।

আরও পড়ুন: সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে পারেন রিয়া

রিমঝিম হয়তো সেই কারণেই মজা করে বলেছেন। অভিনেত্রীও যেমন পাশাপাশি অভিনয় করেন ‘তিতলি’তে, জানালেন বিভান। এ কথা অস্বীকার করার উপায় নেই, অন্য ধারাবাহিকের কাজ করার ছবিও রিমঝিমের ইনস্টাগ্রামে দেখা যায়। তা বলে ব্যস, এইটুকুই?

আরও পড়ুন: দুবাইতে প্রকাশ্যে এল অনুষ্কার বেবি বাম্পের ছবি

এদিকে বিভান জানিয়েছেন, খুব শিগগিরিই ‘অশোক’ ফিরছেন ‘কৃষ্ণকলি’তে। অর্থাৎ, বিরহের প্রহর শেষ হল বলে। ‘অশোক’ ফিরলে ‘দিশা’ও ফিরবেন, জানা কথা।

সেই আনন্দেই কি সোমবার ফের রিমঝিমের ইনস্টাগ্রামে জ্বলজ্বল করছে যুগলের ছবি?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Vivaan Ghosh Rimjhim Mitra Krishnakali
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE