শিরোনাম দেখে প্রশ্ন উঠতেই পারে, বেছে বেছে বিভান ঘোষকেই কেন ‘মিস’ করছেন রিমঝিম মিত্র?
দুটো উত্তর। এক, চিত্রনাট্য অনুযায়ী ধারাবাহিক ‘কৃষ্ণকলি’র ‘অশোক’ বিভান জেলবন্দি। বন্দিনী ‘দিশা’ রিমঝিমও। ফলে, এক সঙ্গে কোনও শ্যুট নেই দৃশ্য নেই বলে। তাই-ই হয়ত ‘মিস’ করছেন।
টেলি দুনিয়া কি এত সহজে বোঝার জায়গা? সেখানে গুঞ্জন, বিভান ছবি পোস্ট করলে সেখানে রিমঝিম মন্তব্য করছেন ‘মিসিং ইউ’। আবার নিজেও তাঁর সঙ্গে বিভানের তোলা ছবি শেয়ার করছেন নিজের ইনস্টায়।