জলের মধ্যে দাঁড়িয়ে একটি হাতি। তার পিঠের ওপর দুই খুদে। একজনের খোলা চুলে বন্যতা, মুখে হাসি। ঠিক তার পিছনে বসে অন্যজন চোখ রেখেছে দূরবীনে। পিছনের নীল পাহাড়ে রহস্যের গন্ধ।
ঠিক এ ভাবেই প্রকাশ্যে এসেছে রাজ চক্রবর্তীর আসন্ন ছবি ‘অ্যাডভেঞ্চারস অফ জোজো’র পোস্টার। সব কিছু ঠিক থাকলে আসন্ন ক্রিসমাসে মুক্তি পাবে এই ছবি। আপনি তৈরি তো?
এই ছবির মাধ্যমে ডেবিউ করতে চলেছে যশোজিত্ বন্দ্যোপাধ্যায়। যশোজিতের বাবা জয়জিত্ বন্দ্যোপাধ্যায় টেলিভিশনের অত্যন্ত পরিচিত অভিনেতা। কী ভাবে ছোট্ট জোজো জঙ্গল এবং পশুপাখিতে ভালবেসে ফেলবে, এ ছবি সেই জার্নিরই গল্প। লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। তাঁকে অভিনয় করতেও দেখা যাবে এই ছবিতে। এ ছাড়াও একটি বিশেষ ভূমিকায় রয়েছেন রুদ্রনীল ঘোষ।
আরও পড়ুন, মিমির দেওয়ালি কী ভাবে কাটছে জানেন?
#TeamRajChakraborty and #SVFEntertainments have geared up to bring an unconventional genre of movie with #AdventuresOfJojo
— Raj chakrabarty (@iamrajchoco) November 6, 2018
Are you ready for this Christmas? Trailer Coming Out Soon! pic.twitter.com/t1if622q4y