Arjun Kapoor and Malaika Arora were clicked at Mumbai airport last night dgtl
গভীর রাতে বিমানবন্দরে অর্জুন-মালাইকা, গেলেন কোথায়?
মালাইকার সঙ্গে সম্পর্কে তিনি ভাল আছেন বলে জানিয়েছিলেন অর্জুন। যদিও বিয়ে কবে, তা নিয়ে মুখ খোলেননি।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ জুন ২০১৯ ১০:৫১
বিমানবন্দরে মালাইকা-অর্জুন। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
চোখে কালো চশমা। কাঁধে ব্যাগ। হাতে টানা ট্রলি। দ্রুত পাপারাত্জিদের এড়িয়ে মুম্বই বিমানবন্দরের ভিতরে ঢুকে গেলেন যুগলে। সোমবার রাতে যুগল অবশ্য ফ্রেমবন্দি হয়েছেন। তাঁরা অর্থাত্ অর্জুন কপূর এবং মালাইকা আরোরা। কিন্তু নিশ্চুপে কোথায় গেলেন, তা নিয়ে অবশ্য মুখ খোলেননি।
যদিও মালাইকা বা অর্জুন কেউই প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেন না। মালাইকার সঙ্গে সম্পর্কে তিনি ভাল আছেন বলে জানিয়েছিলেন অর্জুন। যদিও বিয়ে কবে, তা নিয়ে মুখ খোলেননি। ডিনারে হোক বা পার্টিতে একসঙ্গে দেখা যায় যুগলকে। বেশ কয়েকবার একসঙ্গে ছুটি কাটাতেও গিয়েছেন। এ বারও কি তেমনই কোনও ছুটির প্ল্যান?
১৯৯৮ সালে অভিনেতা আরবাজ খানকে বিয়ে করেন মালাইকা। তাঁদের এক ছেলেও রয়েছে। কিন্তু ২০১৭-য় বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। অর্জুনের সঙ্গে সম্পর্কের জেরেই মালাইকা-আরবাজের সম্পর্ক ভেঙে গিয়েছিল বলে জল্পনা ছড়িয়েছিল ইন্ডাস্ট্রিতে। যদিও মালাইকা-আরবাজ দু’জনেই তা অস্বীকার করেন। বিচ্ছেদের পরও আরবাজের পরিবারের সঙ্গে নাকি সুসম্পর্ক রয়েছে মালাইকার।