প্রসেনজিত্ চট্টোপাধ্যায়। এই মুহূর্তে অভিনেতা, নায়ক বা প্রযোজক, এ সব পরিচয়ের বাইরে যে পরিচয়ে তাঁকে টলিউড ইন্ডাস্ট্রির মানুষ চেনেন, তা হল অভিভাবক।
অর্পিতা চট্টোপাধ্যায়। অভিনয় তো বটেই। পাশাপাশি আরও বিভিন্ন কাজে যুক্ত থাকেন তিনি।
এই সেলেব দম্পতি টলি পাড়ার সকলেরই পছন্দের। তাঁদের জীবনে আজ অর্থাত্ ১ ডিসেম্বর এক বিশেষ দিন। কী জানেন?
আরও পড়ুন, কনের সাজে ঋদ্ধিমা, ছবি শেয়ার করে কী বললেন গৌরব?
ঠিক ১৬ বছর আগে আজকের দিনে বিয়ে করেছিলেন এই জুটি। দীর্ঘ পথ চলায় সব কাজেই পাশে পেয়েছেন একে অপরকে। এ দিন সোশ্যাল মিডিয়ায় এই জুটির বিয়ের দিনের ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন বহু অনুরাগী।
আরও পড়ুন, ছেলের সঙ্গে কী কথা হয়? ছবি দিয়ে শেয়ার করলেন সুদীপা
অর্পিতা নিজেও একটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে বিয়ের পর হাসিমুখে প্রসেনজিতের দিকে তাকিয়ে রয়েছেন তিনি। ক্যাপশনে লেখা, ‘সিক্সটিন ইয়ারস অব টুগেদারনেস।’
16 years of togetherness...@prosenjitbumba pic.twitter.com/wCLCkB3xY7
— Arpita Chatterjee (@ArpitaCP) December 1, 2018
(সেলেব্রিটি ইন্টারভিউ, সেলেব্রিটিদের লাভস্টোরি, তারকাদের বিয়ে, তারকাদের জন্মদিন থেকে স্টার কিডসদের খবর - সমস্ত সেলেব্রিটি গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)