অবশেষে নিজের জন্মদিনেই সুখবরটা পেলেন ভাইজান। ঠিক যেমনটা চেয়েছিলেন, তেমনই হল সবকিছু। মামা হলেন তিনি। বোন অর্পিতা খান এবং অভিনেতা আয়ুষ শর্মার ঘরে এল কন্যা সন্তান। শুক্রবার দুপুরে নিজের ইনস্টা অ্যাকাউন্ট থেকে সুখবর শেয়ার করে আয়ুষ লেখেন, “আমাদের রাজকন্যা এসেছে। সবাইকে এত ভালবাসা দেওয়ার জন্য ধন্যবাদ।”
এর আগে জানা গিয়েছিল, অর্পিতা এবং আয়ুষ নাকি সলমনের জন্মদিনকেই দ্বিতীয় সন্তানের জন্মদিন হিসেবে বাছতে চলেছেন। সেই মতো নাকি ডাক্তারের সঙ্গেও চলছিল নিয়মিত প্ল্যানিং।
সেই কথামতোই বৃহস্পতিবার রাতে মুম্বইয়ের এক নামি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অর্পিতাকে। অবশেষে শুক্রবার দুপুরে মা হন তিনি।
আরও পড়ুন-দাদুর মৃত্যুর পরদিনই পার্লারে গিয়ে কটাক্ষের শিকার মেয়ে নাইসা, এ বার মুখ খুললেন অজয়
দেখুন আয়ুষের পোস্ট
শুক্রবার ৫৪ বছর পূর্ণ হল সলমন খানের। এই বিশেষ দিনে বোনের সঙ্গে সময় কাটানোর জন্য তাঁর বার্থডে স্পেশাল ফার্ম হাউজ পার্টি প্ল্যানিং-ও বাতিল করেছিলেন ভাইজান। যদিও অর্পিতা এবং আয়ুশের প্রথম সন্তান আহিলের সঙ্গে জন্মদিনের কেক কাটেন তিনি।
আরও পড়ুন-পরিচালকের গার্লফ্রেন্ডের প্রেমে পড়েই বলিউডে প্রথম ব্রেক পেয়েছিলেন সলমন!