Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Entertainment News

বিপ্লবকে যেমন দেখেছি… লিখছেন অরুণ মুখোপাধ্যায়

বিপ্লবের মধ্যে পরিচালক সত্তাও ছিল। নিজের দল তৈরি করল। ওর দলের নাটক ‘বাঘু মান্না’ আমারই নাট্যরূপ দেওয়া। তবে আলাদা দল তৈরি করল বলে কোনও দ্বন্দ্ব ছিল না। পারস্পরিক সখ্যই ছিল বরাবর।

বিপ্লবকেতন চক্রবর্তী।

বিপ্লবকেতন চক্রবর্তী।

অরুণ মুখোপাধ্যায়
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৮ ১২:১০
Share: Save:

বিপ্লব আর আমি ছোট থেকে এক পাড়ার বাসিন্দা ছিলাম। মাত্র কয়েক বছরের ছোট ও আমার থেকে। আমি যখন দল তৈরি করলাম প্রথম নাটক ‘মারীচ সংবাদ’। সেখানে যখন ওকে মেরি বাবার গান গাইবার জন্য বললাম একটু দ্বিধান্বিত ছিল প্রথমে। পরে রাজি হয়। অসমান্য জনপ্রিয়তা পেয়েছিল। মেরি বাবা বলে পরিচিত হয়ে গিয়েছিল তখন। সকলে ওই নামেই ডাকত। তবে গায়কের থেকেও অভিনেতা অনেক বড় মাপের ছিল।

‘জগন্নাথ’-এ অভিনয়ের আগেও দ্বিধান্বিত ছিল বিপ্লব। তবে সেই দ্বিধা কাটিয়ে উঠে আবার অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠা করল। প্রমাণ করল ও কত বড় মাপের অভিনেতা।

বিপ্লবের মধ্যে পরিচালক সত্তাও ছিল। নিজের দল তৈরি করল। ওর দলের নাটক ‘বাঘুমান্না’ আমারই নাট্যরূপ দেওয়া। তবে আলাদা দল তৈরি করল বলে কোনও দ্বন্দ্ব ছিল না। পারস্পরিক সখ্যই ছিল বরাবর।

আরও পড়ুন, প্রয়াত বিশিষ্ট অভিনেতা বিপ্লবকেতন চক্রবর্তী

শেষ ক’দিন আমার সঙ্গে যোগাযোগ ছিল না। ওর মেয়েদের কাছ থেকে খবরাখবর পেতাম। আসলে কী বলব, ওর রোগটা যখন ধরা পড়ল… এ সব ক্ষেত্রে আমি কুঁকড়ে যাই। মেয়েদের সঙ্গে যোগাযোগ ছিল বরাবর। রোগটা যখন শুরু হল প্রথম দিকে তখন বাড়িতে একা একা অস্বস্তি হলে রিহার্সালে যেত। তার পর সেটাও আর পেরে উঠল না…।

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE