মাদক কাণ্ডে গোরেগাঁও থেকে গ্রেফতার হল আরও এক বিদেশি নাগরিক। রবিবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) জানিয়েছে, ওই নাইজিরীয় নাগরিকের কাছ থেকেও উদ্ধার হয়েছে মাদক। সোমবার অভিযুক্তকে আদালতে হাজির করবে এনসিবি।
কোকেন সহ ওকারো ওজামা নামে ওই নাইজেরীয় নাগরিককে আটক করে এনসিবি-র মুম্বই শাখা। ওজামাকে নিয়ে এই মামলায় এখনও পর্যন্ত ২০ জন গ্রেফতার হয়েছে বলে জানিয়েছেন মুম্বই এনসিবি-র আঞ্চলিক অধিকর্তা সমীর ওয়াংখেড়ে।