Advertisement
E-Paper

ফের রুপোলি পর্দার সঙ্গে ২২ গজের প্রেম! আশা ভোঁসলের নাতনির মন জিতলেন এই ক্রিকেটার?

সদ্য ২৩ ছুঁলেন গায়িকার নাতনি জ়ানাই। তাঁর জন্মদিনের উদ্‌যাপনের ছবি প্রকাশ্যে। সেখানেই অন্তরঙ্গ ভাবে ক্যামেরাবন্দি হয়েছেন এই ক্রিকেটার।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ১১:১১
জ়ানাই ভোঁসলের সঙ্গী ক্রিকেটার মহম্মদ সিরাজ?

জ়ানাই ভোঁসলের সঙ্গী ক্রিকেটার মহম্মদ সিরাজ? ছবি: সংগৃহীত।

২২ গজের সঙ্গে রুপোলি পর্দার কী যে মধুর সখ্য! মনসুর আলি পটৌদী-শর্মিলা ঠাকুর থেকে হালের কেএল রাহুল-আথিয়া শেট্টি— বিনোদন দুনিয়ার সঙ্গে বরাবর ব্যাটে-বলে বাইশ গজ। এ বার সেই তালিকায় নাকি নাম তুলেছেন আশা ভোঁসলের নাতনি! জ়ানাই ভোঁসলে সদ্য ২৩ ছুঁলেন। সেই উপলক্ষে তারকাখচিত উদ্‌যাপনের আয়োজন ছিল। তার কিছু ছবি শনিবার প্রকাশ্যে এসেছে। সেখানেই গায়িকার অভিনেত্রী নাতনি ঘনিষ্ঠ ক্রিকেটার মহম্মদ সিরাজ! যুগলের রসায়ন ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়তেই টনক নড়েছে বলিউডের। ফ্রেমবন্দি জ়ানাই-সিরাজের চোখের ভাষা পড়ে নিতে নাকি বেশি সময় লাগেনি মায়ানগরীর।

রুপোলি পর্দার জনপ্রিয় মুখদের জন্মদিন মানেই খানাপিনার ঢালাও আয়োজন। জ়ানাইয়ের জন্মদিনেও সে সবের খামতি ছিল না। নিমন্ত্রণ রক্ষা করতে সেখানে দেখা গিয়েছে প্রবীণ অভিনেতা জ্যাকি শ্রফ, প্রাক্তন ‘বিগ বস্’ আয়েশা খান, শ্রদ্ধা কপূর-সহ অনেককেই। বান্দ্রার এক বিলাসবহুল হোটেলে আয়োজিত নৈশ আসরে একই ভাবে উপস্থিত ছিলেন এই প্রজন্মের ক্রিকেটাররাও! সেখানেই দেখা যায় সিরাজ, শ্রেয়স আইয়ার, সিদ্ধেশ লাড এবং আরও অনেককে। প্রত্যেকের সঙ্গেই আলাদা করে ছবি তুলেছেন অভিনেত্রী-গায়িকা। কিন্তু সকলের নজর কেড়েছে সিরাজের সঙ্গে তোলা তাঁর ছবি। প্রসঙ্গত, পরিচালক সন্দীপ সিংহের 'দ্য প্রাইড অফ ভারত-ছত্রপতি শিবাজি মহারাজ' ছবিতে ছত্রপতির স্ত্রী রানি সাই ভোঁসলের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জ়ানাইকে। সম্ভবত, চলতি বছরে মুক্তি পাবে ছবিটি।

ছবি ছড়াতেই হইহই করে উঠেছেন ক্রিকেটার এবং অভিনেত্রীর অনুরাগীরা। ক্রিকেটারের অনুরাগীরা তো মন্তব্যবাক্সে জ়ানাইকে ‘ভাবি’ সম্বোধনও করেছেন! তাঁরা জানতে চেয়েছেন, সম্পর্কের সবে শুরু? না কি গোপনে তাঁরা সাত পাকে বাঁধা পড়েছেন? গায়িকার নাতনি যদিও কোনও উত্তরই দেননি। এ দিকে বলিপাড়ায় চর্চা, বেশ কিছু দিন ধরেই নাকি সিরাজের সঙ্গে জ়ানাইকে দেখা যাচ্ছে। ফিসফাস, তাঁরা নাকি ডেট করছেন। সেই রসায়ন কড়াপাক হতেই নাকি অভিনেত্রীর জন্মদিনে ক্রিকেটারের আগমন। যতই সাবলীল হয়ে ছবি তুলুন, ক্যামেরার চোখকে ফাঁকি দেওয়া কি এতই সহজ?

Asha Bhosle Zanai Bhosle Asha Bhosle
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy