Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ধারাবাহিক রূপে ‘প্রথম প্রতিশ্রুতি’

‘প্রথম প্রতিশ্রুতি’ ধারাবাহিকে সত্যবতীর চরিত্রে অভিনয় করছে সুস্মিলী আচার্য্য। পরিচালক দয়াল আচার্য্যের মেয়ে সুস্মিলী। তাই ক্যামেরা, লাইট, অ্যাকশন... শব্দগুলোর সঙ্গে পরিচিত সে। সুস্মিলীর এটি ডেবিউ সিরিয়াল।

সত্যবতীর চরিত্রে সুস্মিলী

সত্যবতীর চরিত্রে সুস্মিলী

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ০০:০৩
Share: Save:

ফের পরদায় আসতে চলেছে আশাপূর্ণা দেবীর উপন্যাস। এ বার ‘প্রথম প্রতিশ্রুতি’। মার্চ থেকেই এই ধারাবাহিকটি দেখতে পাবেন দর্শকরা। বাংলা ধারাবাহিকের একটি নির্দিষ্ট ট্রেন্ড আছে। বাংলা সাহিত্য কি এখন সেই ট্রেন্ডের আওতায় পড়ে? ধারাবাহিকের প্রযোজক রানা সরকার বললেন, ‘‘আমাদের সাহিত্যে যা সম্পদ আছে, তার কাছে একতা কপূরের সিরিয়ালও হার মানবে। ‘প্রথম প্রতিশ্রুতি’তে এমন অনেক কিছু আছে যা পরদায় ফুটিয়ে তোলার জন্য যথেষ্ট।’’ ১৯৭৬ সালে এই উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন লেখিকা।

‘প্রথম প্রতিশ্রুতি’ ধারাবাহিকে সত্যবতীর চরিত্রে অভিনয় করছে সুস্মিলী আচার্য্য। পরিচালক দয়াল আচার্য্যের মেয়ে সুস্মিলী। তাই ক্যামেরা, লাইট, অ্যাকশন... শব্দগুলোর সঙ্গে পরিচিত সে। সুস্মিলীর এটি ডেবিউ সিরিয়াল। এর পাশাপাশি তার বাবার পরিচালিত ছবি ‘অপরাধী’তেও অভিনয় করছে সে। আদর্শ বালিকা শিক্ষায়তনের ক্লাস ফাইভের ছাত্রী সুস্মিলী বলল, ‘‘সত্যবতীর চরিত্রটা করতে আমার বেশ ভাল লাগছে। পুরো বইটা না পড়লেও প্রথম দিকটা পড়ে ফেলেছি। সত্যবতী তো অনেকটা আমারই মতো!’’ সত্যবতীর স্বামী নবকুমারের চরিত্রে আর্য দাশগুপ্ত, মা ভুবনেশ্বরীর চরিত্রে প্রেরণা ভট্টাচার্য, বাবা রামকালীর চরিত্রে নীল মুখোপাধ্যায়, পিসিঠাকুমা মোক্ষদার চরিত্রে মল্লিকা মজুমদার এবং সত্যবতীর শাশুড়ি এলোকেশীর চরিত্রে মানসী সিংহ অভিনয় করছেন। মানসী বললেন, ‘‘এলোকেশীকে সকলে দজ্জাল শাশুড়ি ভাবে। আমার মতে, এলোকেশী যত না সত্যবতীকে অত্যাচার করেছে, তার চেয়ে অনেক বেশি সত্যবতী অত্যাচার করেছে তাকে, নিজের উন্নত ও আধুনিক চিন্তাভাবনার দ্বারা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE