Advertisement
E-Paper

সুপার ড্যান্সারের শুটিংয়ে রামদেবের নয়া চমক যোগনৃত্য

রামদেব যে নৃত্য ছন্দেও সাবলীল তা কেই বা জানত। জানা গেল এক ডান্স রিয়ালিটি শো-এর শুটিং ফ্লোরে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৬ ১৬:৪০

টেলিভিশনে গেরুয়া পোশাক পরে যোগ ব্যায়াম, প্রাণায়ামের দৌলতেই তাঁকে প্রথম চেনে দেশ। তার পর তো বাবা রামদেব ক্রমশ একটা ইন্ডাস্ট্রি হয়ে উঠলেন। আটা নুডলস থেকে চুল কালো করার রঙ, পতঞ্জলি প্রোডাক্টের রমরমায় তিনি এখন গেরুয়া পোশাকেই লালে লাল। ফিজিকাল ফিটনেসে বরাবরই তুখোড়। সেই সে বার যখন তাঁর অনশন মঞ্চে পুলিশ গিয়ে ঢুকেছিল, দুরন্ত লাফে মঞ্চ থেকে উধাও হয়ে মহিলা মহলে ঢুকে মেয়েদের পোশাক পড়ে গা ঢাকা দিয়েছিলেন। উফ্, সে কী লাফ। টেলিভিশন দর্শক দু’চোখ ভরে সেই আমোদ নিয়েছিল। ফুটবল মাঠে নেমেও আমোদ জুগিয়েছেন মানুষকে। এ হেন রামদেব যে নৃত্য ছন্দেও সাবলীল তা কেই বা জানত। জানা গেল এক ডান্স রিয়ালিটি শো-এর শুটিং ফ্লোরে। শিল্পা শেট্টির সুপার ডান্সার-এ এসে মিউজিকাল বিটে তাল মিলিয়ে বাবাজির নতুন প্রদর্শন 'যোগনৃত্য'। প্রথম যখন মঞ্চে সুপার বাবা এলেন তখন কেউই আশা করেননি তাঁর কাছ থেকে এহেন নতুন নৃত্যকলার প্রদর্শন দেখা যাবে। গেরুয়া বস্ত্র পড়ে বাবাজি জমিয়ে দিলেন সুপার ডান্সারের মঞ্চ। মত্ত হলেন পরিচালক অনুরাগ বসু এবং কোরিওগ্রাফার গীতা কপূরও। আসুন একবার দেখে নিই সুপার ড্যান্সারে সুপার বাবার কেরামতির কয়েক ঝলক।

আরও পড়ুন: জীবনকে বুকে জড়িয়ে আলিঙ্গন ‘ডিয়ার জিন্দেগি’ র টিজারে

আরও পড়ুন: পুজোর আগেই পেটের চর্বি কমানোর সহজ পাঁচ যোগাসন

Baba Ramdev Super Dancer Reality Show Shilpa Shetty Yoga Dance
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy