Advertisement
E-Paper

মাঝরাতে ‘সাদা সাদা কালা কালা’ গান ধরলেন নুসরত, বিচ্ছেদের পর ‘আবার প্রলয়’!

নুসরত ফারিয়া দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী। কিছু দিন আগেই নিজের বিচ্ছেদ ঘোষণা করেছেন। কলকাতায় শুটিং করতে এসে কী করলেন নায়িকা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৩ ১১:২৯
Nusraat Faria sings Sada Sada Kala Kala

‘আবার প্রলয়’-এর সেটে গান ধরলেন নুসরত ফারিয়া। —ফাইল চিত্র।

বৃহস্পতিবার রাত ২.৪১। কিন্তু রাত যে এত গভীর, তা পরিচালক রাজ চক্রবর্তীর ইনস্টাগ্রাম পোস্ট দেখলে বোঝা দায়। চারিদিকে আলোয় আলো। মাঝে বড় মঞ্চ। চারিদিকে ভিড় করে দাঁড়িয়ে দর্শক। মঞ্চে মন খুলে গান গাইছেন বাংলাদেশের অভিনেত্রী নুসরত ফারিয়া। ‘আবার প্রলয়’ সিরিজ়ের শুটিং চলছিল। সিরিজ়ের শেষ দিনের শুটিংয়ে এমনই এক মুহূর্ত তৈরি হয়েছিল।

নুসরত এক দিকে যেমন সফল নায়িকা, তেমনই আবার সফল গায়িকা ও সঞ্চালক। ‘আবার প্রলয়’ সিরিজ়ে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। শেষ দিনের শুটিংয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে গান গাইলেন নুসরত। বাংলাদেশের বিখ্যাত ছবি ‘হাওয়া’। কিছু দিন আগে হাওয়া নিয়ে দুই বাংলায় আলোচনা কম হয়নি। ছবির গান ‘সাদা সাদা কালা কালা’ পেয়েছে বিপুল জনপ্রিয়তা। সেই চর্চিত গান গেয়েই সকলের মনোরঞ্জন করলেন নায়িকা। কোরিয়োগ্রাফার বাবা যাদবকে দেখা গেল গানের ভিডিয়ো করতে।

২০১৩ সালে সত্য ঘটনা অবলম্বনে রাজ তৈরি করেছিলেন প্রলয়। ১০ বছর পর এ বার আসছে ‘আবার প্রলয়’। তবে এ বার আর বড় পর্দা নয়। ‘ওটিটি’-তে মুক্তি পাবে রাজের ‘আবার প্রলয়’। সিরিজ়ে নুসরত ফারিয়া ছা়ড়াও অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, দেবাশিস মণ্ডল, কৌশানী মুখোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, জুন মালিয়া, সায়নী ঘোষ। সিরিজ়ের প্রযোজক রাজের পাশাপাশি শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও।

Nusraat Faria Mazhar Bangladeshi Actor Raj Chakrabarty
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy