ভ্যালেন্টাইন্স ডে সদ্য পেরিয়েছে। এখনও বাতাসে প্রেমের আবেশ। পরী মণিকেও বুঝি সেই আবেশ ছুঁয়ে গিয়েছে? সমাজমাধ্যমে তাঁর একটি পোস্ট সে দিকেই ইঙ্গিত দিচ্ছে। অভিনেত্রী লিখেছেন, “রাতের রাস্তায় নিয়ন আলোর ছায়ার নীচে দাঁড়িয়ে থাকা মেয়েটি হোক, শাহরুখ খান বা স্বয়ং বিল গেটস, সবাই তাঁর প্রাণের মানুষটিকে তাঁর নিজের নাম ছাড়িয়েই দেখতে চায় পৃথিবীতে।” (সমাজমাধ্যমে অভিনেত্রীর লেখা অপরিবর্তিত রাখা হল)
প্রেম দিবসের দিন কয়েক আগে হঠাৎই নিজের দেশের গায়ক শেখ সাদীর সঙ্গে নাম জড়িয়েছিল নায়িকার। একটি মামলার সাক্ষ্য দিতে আদালতে তলব করা হয় পরী মণিকে। নির্দিষ্ট দিনে গরহাজির হওয়ার কারণে বাংলাদেশের নায়িকার উপর গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। সেই সময় তাঁর জামিনের ব্যবস্থা করেছিলেন গায়ক। আদালতে পরী মণির পাশে দেখা গিয়েছিল তাঁকে। মিষ্টি চেহারার যুবক গায়ক প্রকাশ্যে প্রেমের কথা জানাতেই শোরগোল। সে সময় পরী মণি বিষয়টি অস্বীকার করেন। তার পরেই এই ধরনের পোস্ট নতুন করে ভাবাচ্ছে অনুরাগীদের।
আরও পড়ুন:
প্রেম দিবস কি তা হলে পরী মণির জীবনে প্রেম ফিরিয়ে আনল? অভিনেত্রীর আপ্ত সহায়ক তুরান মুন্সী হেসে উড়িয়ে দিয়েছেন পুরো বিষয়টি। আনন্দবাজার অনলাইনকে বলেছেন, “পরী মণি খুবই সংবেদশীল, সহানুভূতিশীল এবং কবি মনের। নিজের মনের ভাবনা সকলের সঙ্গে ভাগ করে নিতে ভালবাসেন। তাঁর ভাবনার প্রতিফলন ঘটান সমাজমাধ্যমে। এর বেশি আর কিছুই না।” যদিও সদ্য পোস্ট করা বার্তা বলছে, পরী মণি ভালবাসার ক্ষেত্রে বোধহয় আরও পরিণত হয়েছেন। তাই তিনি লিখতে পেরেছেন, “পৃথিবীর সবাই চায় তার নিজ কাজ সবাইকে ছাড়িয়ে তার নাম হোক। কিন্তু সেটা কখনও রিভেঞ্জ ওয়েতে নয়! অন্তত যাকে তুমি ভালোবাস, নিজের বলে জানো। ভালোবাসার মানুষকে ছাপিয়ে যেতে নেই। তাকে সঙ্গে নিয়েও দুনিয়া জয় করা যায়।” (সমাজমাধ্যমে শিল্পীর লেখা অপরিবর্তিত রাখা হল)