Advertisement
E-Paper

কেমন খেতে ‘বরেলী কি বরফি’?

প্রীতম বিদ্রোহী, চিরাগ দুবে আর বিট্টিকে চিনতে পারলেন না তো! চিনবেনই বা কী করে? রাজকুমার রাও, আয়ুষ্মান খুরানা এব‌ং কৃতি শ্যানন নামেই তাঁরা পরিচিত দর্শকদের কাছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ জুলাই ২০১৭ ২২:৩৬
এক ঝলকেই জমিয়ে দিয়েছেন প্রীতম বিদ্রোহী, চিরাগ দুবে আর বিট্টিরা। ছবি: সংগৃহীত।

এক ঝলকেই জমিয়ে দিয়েছেন প্রীতম বিদ্রোহী, চিরাগ দুবে আর বিট্টিরা। ছবি: সংগৃহীত।

আর পাঁচটা ফিল্মের মতো ‘জরা হট্‌‌কে’ নয়। সে দাবি কখনও করেননি এই ফিল্মের প্রযোজকেরা। বরং বলিউডের চেনা ছকের মধ্যেই ঘোরাফেরা করেছে এর কাহিনি। এক নায়িকা। আর দুই নায়ক। মানে ত্রিকোণ প্রেমের জটিলতা। তা সত্ত্বেও ‘বরেলী কি বরফি’ কোথাও যেন ‘জরা হট্‌‌কে’। অন্তত ফিল্মের ট্রেলার দেখার পর সে কথাই বলাবলি করছেন বলিমহলের অনেকে।

বৃহস্পতিবার ‘বরেলী কি বরফি’ ট্রেলার রিলিজ হল। আর তাতে এক ঝলকেই জমিয়ে দিয়েছেন প্রীতম বিদ্রোহী, চিরাগ দুবে আর বিট্টিরা। চিনতে পারলেন না তো! চিনবেনই বা কী করে? রাজকুমার রাও, আয়ুষ্মান খুরানা এব‌ং কৃতি শ্যানন নামেই তাঁরা পরিচিত দর্শকদের কাছে। ফিল্মে তিন জনেই একেবারে যেন মিশে গিয়েছেন চরিত্রের মধ্যে।

আরও পড়ুন

‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’র সেলেব রিভিউ

উত্তরপ্রদেশের বরেলীর বিট্টির প্রেমে হাবুডুবু খাচ্ছেন চিরাগ। অথচ বিট্টি তাঁকে বিশেষ পাত্তা দেন না। ফলে বিট্টিকে কাছে পেতে একটা ছক কষে ফেলেন চিরাগ। প্রীতমের সঙ্গে আলাপ করিয়ে দেন বিট্টির। আর প্রীতমের মাধ্যমেই বিট্টির কাছাকাছি হতে চান তিনি। সেই মতো শিখিয়ে-পড়িয়ে প্রীতমকে হাজিরও করান বিট্টির কাছে। তবে তাঁর প্ল্যান বিশেষ কাজে আসে না। মাঝপথেই ভেস্তে যেতে শুরু করে তা। কারণ, বিট্টির সঙ্গে সম্পর্ক গড়া শুরু করে দিয়েছেন প্রীতম। এর পর কী হল? তা জানতে হলে এখন অপেক্ষা করতে হবে আগামী ১৮ অগস্ট পর্যন্ত। সে দিনই এ ফিল্ম রিলিজ হওয়ার কথা রয়েছে।

ফিল্মের প্রোডাকশন হাউস বিআর ফিল্মস এবং জাংলি পিকচার্স। পরিচালনায় অশ্বিনী আইয়ার তিওয়ারি। গত বছরে নিজের প্রথম ফিল্ম ‘নীল বাট্টে সন্নাটা’ দিয়ে ডেবিউ করেছিলেন অশ্বিনী। আর প্রথম ফিল্মেই দর্শক-সমালোচক— দু’পক্ষেরই প্রশংসা কুড়িয়ে নিয়েছিলেন তিনি। এ বার অপেক্ষা বরেলীর বরফির জন্য। খেতে কেমন হবে? তা জানতে আর কয়েক দিন বাকি!

দেখুন ‘বরেলী কি বরফি’-র ট্রেলার

Movie Bareilly Ki Barfi Rajkummar Rao Ayushmann Khurrana Kriti Sanon
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy