Advertisement
E-Paper

মায়ের অমতে প্রেমিকের সঙ্গে একত্রবাস! এক বছর আগেই চুপিসারে বিয়ে সেরে ফেলেছিলেন অহনা

২০২৩-এর ১৩ ডিসেম্বর আইনি মতে বিয়ে সেরেছিলেন অহনা। নিজেদের ফ্ল্যাটেই বসেছিল বিয়ের আসর।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ ১৬:৪৭
Bengali actress Ahona Dutta got married with her boyfriend Dipankar one year ago

এক বছর আগেই বিয়ে সেরেছেন অহনা দত্ত। ছবি: সংগৃহীত।

বছরের শুরুতেই বড় চমক দিলেন অহনা দত্ত। তাঁর প্রেমজীবন নিয়ে আলোচনা ছিল বহু দিন ধরেই। প্রেমিকের সঙ্গে একত্রবাসে ছিলেন ‘অনুরাগের ছোঁয়া’র মিশকা। কিন্তু কেবল প্রেম নয়। গত এক বছরেরও বেশি সময় বিবাহিত অহনা। সেই খবরই প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী।

২০২৩-এর ১৩ ডিসেম্বর আইনি মতে বিয়ে সেরেছিলেন অহনা। নিজেদের ফ্ল্যাটেই বসেছিল বিয়ের আসর। প্রেমিকের জন্য মায়ের সঙ্গে সম্পর্কে দূরত্বও তৈরি হয়েছিল তাঁর। কিন্তু কোনও ভাবেই প্রেমে রাশ টানেননি অহনা। আর এ বার গর্বের সঙ্গে বিয়ের কথাও ঘোষণা করলেন অভিনেত্রী।

সমাজমাধ্যমে ঘরোয়া বিয়ের নানা মুহূর্তের একটি ভিডিয়ো ভাগ করে নিয়ে অহনা লেখেন, “প্রায় এক বছর আগে আমরা আইনি মতে বিয়ে করি। একটা ৬৫০ বর্গফুটের ভাড়া বাড়িকে আমাদের বিবাহবাসর বানাই এবং সঙ্গে থাকে দীপঙ্করের পরিবারের সকলে। ওর মা তখন জীবিত এবং উনি সেই দিন সবচেয়ে বেশি আনন্দে কেঁদেছিলেন। তার সঙ্গে ছিল আমাদের বৃহত্তর পরিবার মেঘনাদি এবং শুভদা এবং তাঁদের মা-বাবারা। সেই দিন আশীর্বাদ করার জন্য এই ক’জনের হাত উপস্থিত ছিল।”

ঘরোয়া বিয়ের আসরে ছিল খাওয়াদাওয়ার আয়োজনও। অহনা লিখেছেন, “আমরা আমাদের মতো করে কিছু ছোট ছোট নিয়ম সেরেছিলাম। বিরিয়ানি খেয়েছিলাম দুপুরে। আনুষ্ঠানিক ভাবে বিবাহিত তকমা পেয়েছিলাম সেই দিন। তার পর একটা বছর কেটে গেল। আমার আর দীপঙ্করের মধ্যে বদলায়নি কিছুই। হ্যাঁ, একটু খুনসুটি আর ভালবাসাটা বেড়ে গিয়েছে এই যা।”

Ahona Dutta
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy