Advertisement
E-Paper

কলকাতা হাই কোর্টের ৪৪তম প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করলেন সুজয় পাল

শপথ গ্রহণের পর নিজের বক্তব্যে প্রধান বিচারপতি সুজয় পাল দেশের স্বাধীনতা আন্দোলনে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন। একই সঙ্গে বিচারপতি রাসবিহারী বসু ও দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অবদানও উল্লেখ করেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ০৩:০৪
কলকাতা হাই কোর্ট।

কলকাতা হাই কোর্ট। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কলকাতা হাই কোর্টের ৪৪তম প্রধান বিচারপতি হিসাবে শুক্রবার শপথ গ্রহণ করলেন বিচারপতি সুজয় পাল। সকাল সাড়ে ১০টা নাগাদ রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁকে শপথবাক্য পাঠ করান। স্বল্প সময়ের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম, বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব-সহ হাই কোর্টের অন্য বিচারপতিরা। এ ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতা পুলিশের কমিশনার মনোজ কুমার বর্মা এবং হাই কোর্টের বরিষ্ঠ আইনজীবীরা।

শপথ গ্রহণের পর নিজের বক্তব্যে প্রধান বিচারপতি সুজয় পাল দেশের স্বাধীনতা আন্দোলনে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন। একই সঙ্গে বিচারপতি রাসবিহারী বসু ও দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অবদানও উল্লেখ করেন।

মধ্যপ্রদেশের জব্বলপুরে জন্মগ্রহণকারী সুজয় রানি দুর্গাবতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর ও আইনশাস্ত্রে ডিগ্রি লাভ করেন। ১৯৯০ সালে মধ্যপ্রদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসাবে নাম নথিভুক্ত হয় তাঁর। দীর্ঘ দিন আইনজীবী হিসাবে প্র্যাকটিসের পর ২০১১ সালে মধ্যপ্রদেশ হাই কোর্টের বিচারপতি নিযুক্ত হন তিনি। পরবর্তী কালে তেলাঙ্গানা হাই কোর্ট হয়ে ২০২৪ সালের জুলাই মাসে কলকাতা হাই কোর্টে বদলি হন। গত সেপ্টেম্বর থেকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছিলেন।

এ দিন প্রধান বিচারপতিকে অভিনন্দন জানান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত থাকার কারণ ব্যাখ্যা করে তিনি জানান, অ্যাডভোকেট জেনারেল একটি সাংবিধানিক পদ হওয়ায় আদালতের রীতি সংক্রান্ত বিষয়টি পুনর্বিবেচনার আবেদন করেন। প্রধান বিচারপতি বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেন।

Calcutta High Court chief justice
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy