Advertisement
E-Paper

২০২৫ সালে একাধিক টলি-তারকার ঘরে এল নতুন সদস্য! কেউ সন্তানের মুখ রাখলেন গোপন, কেউ জানালেন নাম

অনেকেই এই বছর থেকেই মা-বাবা হিসাবে পথচলা শুরু করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন টলিপাড়ারও বেশ কয়েকজন তারকা। দেখে নেওয়া যাক, ২০২৫-এ কোন কোন তারকার কোলে এসেছে সন্তান?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ১৫:১১
কার কার কোলে এল একরত্তি?

কার কার কোলে এল একরত্তি? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

২০২৫-কে বিদায় এবং ২০২৬-কে স্বাগত জানানোর পালা। তবে এই বছরটি অনেকের কাছেই সারা জীবন বিশেষ হয়ে থেকে যাবে। অনেকেই এই বছর থেকেই মা-বাবা হিসাবে পথচলা শুরু করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন টলিপাড়ারও বেশ কয়েকজন তারকা। দেখে নেওয়া যাক, ২০২৫-এ কোন কোন তারকার কোলে এসেছে সন্তান?

১) ২০২৫-এর প্রেমদিবস অর্থাৎ ১৪ ফেব্রুয়ারিতে সুখবর ভাগ করে নিয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। জানিয়েছিলেন, তাঁদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য। চলতি বছর ১ জুন ছিল জামাইষষ্ঠী। সেই দিনই পরম-পিয়ার কোলে পুত্রসন্তানের আগমন। ইতিমধ্যেই পুত্রকে প্রকাশ্যে এনেছেন তারকা। একরত্তির নাম রেখেছেন নিষাদ, ডাকনাম নডি।

২) ২০২৫ সালের ২৬ নভেম্বর মা হন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। ২০২৪ সালে পুজোর মরসুমে প্রেমিক সায়নদীপ সরকারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। যদিও তার অনেক আগেই আইনি মতে বিয়ে সেরে রেখেছিলেন তাঁরা। সামাজিক বিয়ের এক মাস পরেই সুখবর দিয়েছিলেন, সংসারে আসছে নতুন সদস্য। সামাজিক বিয়ের চার মাসের মাথায় পুত্রসন্তানের জন্ম দেন রূপসা। ছোটপর্দার অভিনেত্রী পুত্রের নাম রেখেছেন অগ্নিদেব। রূপসা জানিয়েছিলেন, অগ্নি নামটি তাঁর পছন্দের। তবে পুরো শব্দ, অর্থাৎ ‘অগ্নিদেব’ নামটি পছন্দ করেছেন তাঁর স্বামী সায়নদীপ।

৩) ২০২৫-এ প্রথম বার মা হয়েছেন অহনা দত্ত। এক সময়ে স্বামী দীপঙ্করের সঙ্গে একত্রবাসে ছিলেন তিনি। সেই বিয়েতে মত ছিল না অহনার মায়ের। কন্যা অন্তঃসত্ত্বা জেনেও কোনও শুভেচ্ছাবার্তা জানাননি মা। স্বামীর সঙ্গেই অন্তঃসত্ত্বাকাল কাটিয়েছেন ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের মিশ্‌কা। ২০২৫ সালের ২৮ জুলাই কন্যাসন্তানের জন্ম দেন ২১ বছরের অভিনেত্রী। সন্তানের নাম রেখেছেন মীরা।

৪) ২০২৫ সালের ৩ মার্চ কন্যাসন্তানের জন্ম দেন ছোটপর্দার তারকাজুটি অনিন্দিতা রায়চৌধুরী ও সুদীপ সরকার। সন্তান হওয়ার পর থেকে তাঁর নানা মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন মা ও বাবা। কিন্তু একরত্তির মুখ এখনও আড়ালেই রেখেছেন তাঁরা। অনিন্দিতা ও সুদীপ তাঁদের কন্যার নাম রেখেছেন তিষ্যা।

৫) ২০২৫ সালে দ্বিতীয় বার মা হয়েছেন মানসী সেনগুপ্ত। বছর সাতেকের এক কন্যাসন্তান রয়েছে তাঁর। ১৯ মার্চ ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী এক পুত্রসন্তানের মা হন। একসময়ে স্বামীর সঙ্গে সম্পর্কে টালমাটাল শুরু হয়েছিল। এমনকি, দাম্পত্যে ইতি টানার মতো অবস্থাও হয়েছিল। কিন্তু সেই বিবাদ মিটিয়ে নিয়ে দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। অভিনেত্রী সন্তানের নাম রেখেছেন অধ্যায়। ডাক নাম গোল্লা।

৬) ২০২৫ সালে জীবন বদলেছে ছোটপর্দার অভিনেতা নীল চট্টোপাধ্যায়েরও। স্ত্রী পৃথার সঙ্গে দুই থেকে তিন হয়েছেন তাঁরা। ১১ জুন কন্যাসন্তানের জন্ম দেন তাঁরা। তবে সন্তান হওয়ার আগে পর্যন্ত সুখবরের কথা গোপন রেখেছিলেন। অবশেষে নিজেরাই সমাজমাধ্যমে কন্যাসন্তানের আগমনের কথা ভাগ করে নিয়েছিলেন। ছোটপর্দার অভিনেতা সন্তানের নাম রেখেছেন আদ্ভিকা।

Manosi Sengupta piya chakraborty Rupsa Chatterjee Parambrata Chatterjee Ahona Dutta
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy