Advertisement
E-Paper

‘গীতা’র আইনি প্যাঁচে ফের ধরাশায়ী ‘ফুলকি’! ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে উদয়প্রতাপ

রেটিং চার্ট ‘গীতা’র কবজায়। প্রথম স্থানে কাউকে ঘেঁষতে দিচ্ছে না সে। ঘাড়ের কাছে শ্বাস ফেলছেন উদয়প্রতাপ সিংহ। তিনি কোন স্থানে?

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ১৫:২৮
আবারও প্রথম স্থানে ‘গীতা এলএলবি’।

আবারও প্রথম স্থানে ‘গীতা এলএলবি’। ছবি: সংগৃহীত।

জোর যার মুলুক তার, ‘গীতা’ সার বুঝেছে। তাই বুঝি ‘এলএলবি’ তকমার জোরে আদালতে তো বটেই রেটিং চার্টেও দাপট দেখাচ্ছে! গত সপ্তাহ থেকে প্রথম স্থান তার দখলে। এ সপ্তাহেও অব্যাহত সেই ধারা। ঝুলিতে ৭.৯ পয়েন্ট। তবে তাতেও যে খুব স্বস্তি তা কিন্তু নয়। ঘাড়ের কাছে শ্বাস ফেলছেন উদয়প্রতাপ সিংহ। ১০ কেজি ওজন কমানোয় নাকি ‘ফিদা’ এই প্রজন্ম। ‘পরিণীতা’ ধারাবাহিকে তাঁর বিপরীতে নবাগতা ঈশানী চট্টোপাধ্যায়। জুটি বেঁধে নম্বর তুলেছেন ৭.৮। ‘গীতা এললএলবি’-র কাছে ধরাশায়ী বেচারি ‘ফুলকি’। নতুন বছরে ধারাবাহিক তৃতীয় স্থানে! ঝুলিতে তার ৭.৭ নম্বর। চতুর্থ এবং পঞ্চম যথাক্রমে ‘কথা’ আর ‘জগদ্ধাত্রী’। দুই ধারাবাহিক পেয়েছে যথাক্রমে ৭.৩, ৭.২ নম্বর। ‘গীতা’ আর ‘পরিণীতা’র কারণে এই দুই ধারাবাহিক যেন কোণঠাসা! বিশেষ করে ‘জগা’। টানা প্রথম স্থান দখলে রাখার পর এ বার সে একেবারে পঞ্চমে।

রেটিং চার্টে প্রথম পাঁচে কোন কোন ধারাবাহিক?

রেটিং চার্টে প্রথম পাঁচে কোন কোন ধারাবাহিক? গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আশ্চর্যজনক ভাবে অষ্টম, নবম স্থান থেকে উঠে এসেছে ‘উড়ান’। ৬.৯ পয়েন্ট পেয়ে ষষ্ঠ সে। এ দিকে প্রথম পাঁচ ধারাবাহিকের কল্যাণে প্রথম পাঁচ থেকে ছিটকে গিয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’। শ্বেতা ভট্টাচার্য-রুবেল দাসের বিয়ের খবর প্রকাশ্যে আসায় অনেকে ভেবেছিলেন, ধারাবাহিক বুঝি প্রথম স্থানে উঠে আসবে। সে তো হলই না! উল্টে প্রথম পাঁচ থেকে ছিটকে এই সপ্তাহে সে সপ্তম স্থানে। তা-ও একা নয়, ‘রাঙামতি তীরন্দাজ’কে সঙ্গে নিয়ে। উভয়েই পেয়েছে ৬.৭ নম্বর। একই ভাবে প্রথম সপ্তাহ থেকে রেটিং দৌড়ে সামিল রাজ চক্রবর্তীর ‘গৃহপ্রবেশ’। ৬.৩ পেয়ে রেটিং চার্টে এ বার তার স্থান অষ্টম। ৫.৮ পেয়ে নবম স্থানে ‘শুভ বিবাহ’। দশম স্থানে ফের জোড়া ফলা। ৫.৬ পয়েন্ট পেয়ে এই স্থানে ‘তেঁতুলপাতা’, ‘মিত্তির বাড়ি’।

Geeta LLB Television Bengali Mega Serial
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy