ইদানীং টলিপাড়ায় প্রায় সবাই অভিনয়ের পাশাপাশি নিজের ব্যবসার পরিকল্পনা করছেন। কেউ নিজের শরীরচর্চার কেন্দ্র খুলছেন। কেউ আবার সালোঁ খুলেছেন। এ বার অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্যও সেই এক পথে হাঁটলেন। সম্প্রতি অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য গয়নার ব্যবসা খোলার সুখবর শুনিয়েছিলেন। অভিনয়জীবনের অনিশ্চয়তা থেকেই কি প্রেরণার এই পরিকল্পনা?
অভিনেত্রী একবাক্যে না বললেন। তাঁর বক্তব্য, ব্যবসা শুরুর নেপথ্যে এটা মোটেই কারণ নয়। প্রেরণা বলেন, “ব্যবসার পরিকল্পনা আমার বহু দিনের। বরাবরই নিজের কিছু একটা করতে চেয়েছিলাম। সেই ভাবনা থেকেই এই পদক্ষেপ। আমার সহকর্মীরা অনেকেই নিজেদের ব্যবসা শুরু করেছেন। কারও পার্লার আছে। কেউ শাড়ির ব্যবসা করছেন। কিন্তু নখের পরিচর্যা সংক্রান্ত ব্যবসা সে ভাবে কারও নেই। তাই ভাবলাম এটাই শুরু করি।”
ইদানীং মেয়েরা নিজেদের নখে বাহারি কারুকাজ করতে ভালবাসেন। সে কথা মাথায় রেখেই প্রেরণার নতুন ব্যবসা। আপাতত এই কাজটাই মন দিয়ে করতে চান তিনি। কারণ, এখন ব্যবসায় মন না দিলে এটা দাঁড় করাতে পারবেন না। কিছু দিন হল শেষ হয়েছে তাঁর অভিনীত ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। ছোটপর্দা থেকে আপাতত কয়েক মাসের বিরতি নেওয়ার পরিকল্পনা করেছেন অভিনেত্রী।