Advertisement
E-Paper

২০২৫ সালের সেরা পাঁচ মুখ, কাজের শুরুতেই সম্ভাবনার ইঙ্গিত দিলেন যাঁরা

কেউ কাজ শুরু করেছেন বাংলায়, কোনও বাঙালিনী অন্যত্র নিজের প্রতিভার মূল্য খুঁজে পাচ্ছেন। ২০২৫ সালে এমনই নতুন মুখের সারি উঠে এসেছে বিনোদন ও ফ্যাশনের রুপোলি জগতে। ভিড়ের মধ্যে পাঁচ মুখ বিশেষ ভাবে নজর কেড়েছে আনন্দবাজার ডট কম-এর।

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ১২:০০
২০২৫ সালের নজরকাড়া নতুন মুখ।

২০২৫ সালের নজরকাড়া নতুন মুখ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বিনোদনদুনিয়া মানেই জাঁকজমক, গ্ল্যামার। সেই সঙ্গে নিত্যনতুন প্রতিভার ছোঁয়া সদা প্রাণবন্ত রাখে। প্রতি বছরের মতো এ বছরও নিজের জায়গা করে নিয়েছে বেশ কিছু নতুন বাঙালি মুখ। কেউ কাজ করছেন টলিপাড়ায়, কেউ পা রেখেছেন বাংলার বাইরে। বছরভর তাঁদের চোখে চোখে রেখেছে আনন্দবাজার ডট কম। নতুনের সেই ভিড়ে, বিশেষ ভাবে নজর কেড়েছেন কয়েক জন। আনন্দবাজার ডট কম-এর সাংবাদিকদের বাছাইয়ে ২০২৫-এর সেরা পাঁচ মুখের তালিকায় রইলেন তাঁরা।

জ্যোতির্ময়ী কুন্ডু

মুম্বইয়ে একসময় ফিসফাস শোনা যেত, সলমন খানের বিপরীতে কাজ করলেই তাঁর ভবিষ্যৎ উজ্জ্বল। টলিপাড়ায় সলমনের সেই জায়গা দেওয়া হয় দেবকে। বছরের শেষ মাসে গিয়ে দেবের জন্মদিনে মুক্তি পাওয়া ছবি ‘প্রজাপতি ২’-এর নায়িকা তিনি। অনেক ক্ষেত্রে নবাগত অনভিজ্ঞ অভিনেতার কাজে যে ভাবে সেটা ধরা পড়ে, তেমন নয়, অভিজ্ঞ দেবের বিপরীতে নিজের প্রথম ছবির কাজে দৃপ্ত উপস্থিতির ঝলক দেখিয়েছেন জ্যোতির্ময়ী। রূপ ও প্রতিভা দুই-ই প্রতিষ্ঠিত হয়েছে। আগামী দিনে সেই উপস্থিতি আরও ঔজ্জ্বল্য পাবে বলে আশাও জাগিয়েছেন।

জ্যোতির্ময়ী কুন্ডু। ছবি: সংগৃহীত।

জ্যোতির্ময়ী কুন্ডু। ছবি: সংগৃহীত।

সারা সেনগুপ্ত

কলকাতা তাঁকে চিনতই। মুম্বইকে নিজের প্রতিভা চেনাতে বছরের শুরুতে কলকাতা ছেড়েছেন অভিনেতা যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মার কন্যা সারা। কাজ শুরু করেছেন ফ্যাশনজগতে। পোশাকশিল্পী অনামিকা খন্নার শোয়ের মার্জার সরণিতে উপস্থিতি থেকে আন্তর্জাতিক নামী ব্র্যান্ডের মুখ হয়ে ওঠা— এক বছরে ঘটেছে অনেক কিছুই। সে সব কাজের মাধ্যমেই সারা বার্তা দিয়েছেন, আরও এক বাঙালি সুপারমডেল পাওয়ার আশা রাখতে পারে কলকাতা।

সারা সেনগুপ্ত। ছবি: সংগৃহীত।

সারা সেনগুপ্ত। ছবি: সংগৃহীত।

শিরিন পাল

বছরশেষে ছোটপর্দার বাঙালি দর্শক উপহার পেল এক নতুন নায়িকা। জনপ্রিয় ধারাবাহিক ঘিরে ‘গেল গেল রব’ উঠেছিল দিনকয়েক আগে! কিন্তু, ‘চিরদিনই তুমি যে আমার’ থেকে দিতিপ্রিয়া সরলেও প্রথম ধারাবাহিকেই সেই হাল শক্ত হাতে ধরেছেন শিরিন। নাটকের মঞ্চ থেকে এসে ক্যামেরার সামনে নিজের প্রতিভা প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রশংসিত হচ্ছেন। বলা হয়, সব মন্দেরই কিছু ভাল দিক থাকে। জনপ্রিয় মুখ বদলে নতুন মুখ এলেও প্রথম থেকেই আলোচনার কেন্দ্রে শিরিন।

শিরিন পাল। ছবি: সংগৃহীত।

শিরিন পাল। ছবি: সংগৃহীত।

সাইনা চট্টোপাধ্যায়

বাঙালির মন জুড়ে এখনও প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের স্মৃতি। এ বার ছোটপর্দায় প্রধান চরিত্রে তাঁর ১৪ বছরের কন্যা সাইনাকে দেখা গেল। দর্শকের ভালবাসায় তিনিও প্রথম থেকেই ঘরে ঘরে পরিচিত। দর্শকমনে তাঁর অভিনয় প্রভাব ফেলছে ধীরে ধীরে। সময়ের সঙ্গে আরও সাবলীল হবে সাইনার অভিনয়, নিজের প্রতিভার জোরেই দর্শকমনে দাগ কাটবেন তিনি, এমন সম্ভাবনাও স্পষ্ট।

সাইনা চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

সাইনা চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

ঈশানী চট্টোপাধ্যায়

অভিনেত্রী মানেই ঝলমলে পোশাক বা ঝাঁ-চকচকে হাবভাব নয়, নিজের প্রতিভার জোরেই স্থান পাওয়া যায় বাঙালি দর্শকের মনে। এর উজ্জ্বল উদাহরণ ঈশানী। ‘পরিণীতা’ ধারাবাহিকের ‘পারুল’। এ বছর কাজ শুরু করেই চর্চায়। বিনোদনদুনিয়ায় গ্ল্যামার নিয়েই মূলত আলোচনা হয়, তার মাঝে ঈশানীর ঘরোয়া, মিষ্টি, স্নিগ্ধ মুখ অন্য রকম। প্রথম ধারাবাহিকেই সফল, ভবিষ্যতে তাঁকে বড়পর্দায় দেখতে পাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

ঈশানী চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

ঈশানী চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

Sara Sengupta Shirin Paul Jyotirmoyee Kundu Saina Chatterjee Ishani Chatterjee Year End Special
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy