‘মা’ শব্দটাই যেন এক নিশ্চিন্ত আশ্রয়। অনেক ব্যথার, অনেক যন্ত্রণা উপশমের প্রলেপ। যেন শরীর-মন জুড়িয়ে দেওয়ার মতো বারিধারা। সেই অনুভূতির কথাই শোনাবে অনিরুদ্ধ রায়চৌধুরীর আগামী ছবি ‘ডিয়ার মা’। ছবির একটি গান ‘মা’। সুরকার বিক্রম ঘোষ। সেই গানের প্রতিটি পংক্তিতে ছড়ানো মায়ের কথা।
অনিরুদ্ধের ছবির ‘মা’ গানটি গেয়েছেন পাপন। হিন্দি ভাষায় রচিত এই গানের ভিডিয়ো মুক্তি পাচ্ছে ৭ জুলাই। বাংলা ছবিতে হিন্দি গানের ব্যবহার অনেক সময় আলাদা মাত্রা আনে। এই ভাবনা থেকেই গানটিকে তাই সর্বজনীন করতে এক অভিনব পদক্ষেপ করতে চলেছেন সঙ্গীত পরিচালক। তাঁর সংস্থা ‘ইটারনাল সাউন্ড’ জাতীয় স্তরের একটি সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করেছে। যাঁরা গান ভালবাসেন, নিয়মিত গানের মধ্যে রয়েছেন, অথচ সঙ্গীত দুনিয়ায় নিজেদের এখনও প্রমাণ করতে পারেননি— তাঁরা এই প্রতিযোগিতায় যোগ দিতে পারেন। আনন্দবাজার ডট কমকে এ কথা জানিয়েছেন বিক্রম নিজে।
পাপনের গান শোনা যাবে প্রতিযোগীদের কণ্ঠে। ছবি: সংগৃহীত
তাঁর কথায়, “গায়ক বা গায়িকা পাপনের গাওয়া ‘মা’ গান ভিডিয়ো আকারে রেকর্ড করে ১৭ জুলাইয়ের মধ্যে ছড়িয়ে দেবেন সমাজমাধ্যমে। ট্যাগ করবেন ‘ডিয়ার মা’-এর অফিশিয়াল পেজে অথবা অনিরুদ্ধ, পাপন বা আমাকে।” তিন বিচারক বেছে নেবেন ছ’জন প্রতিযোগীকে।
যে ছয় প্রতিযোগী নির্বাচিত হবেন তাঁরা কী পুরস্কার পাবেন? বিক্রম জানিয়েছেন, বিজয়ী প্রতিযোগীরা প্রত্যেকে বিক্রমের সুরে নতুন গান গাওয়ার সুযোগ পাবেন। তাঁদের নিয়ে ভিডিয়ো বানাবেন অনিরুদ্ধ।