Advertisement
০৩ মে ২০২৪
Entertainment News

গানে ডেবিউ করলেন অভিনেত্রী বিদিতা

‘সিনাম’-এর জন্যই সম্প্রতি ক্যালকাটা ইন্টারন্যাশনাল কাল্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৮-এ সেরা সহ অভিনেত্রীর পুরস্কারও জিতেছেন তিনি। এই ছবিতে বিদিতার গলায় রবীন্দ্রনাথের ‘আমি তোমারই মাটির কন্যা জননী বসুন্ধরা’ গানটি শুনবেন দর্শক।

অভিনেত্রী বিদিতা বাগ।

অভিনেত্রী বিদিতা বাগ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৮ ১৭:১৮
Share: Save:

না! রেওয়াজ তেমন ভাবে কোনও দিনই করেননি তিনি। তবে এ বার অভিনয়ের পাশাপাশি সেই কাজটাই করে ফেললেন অভিনেত্রী বিদিতা বাগ। ‘সিনাম’ নামের একটি তামিল-বাংলা শর্ট ফিল্মে প্রথম গান গাইলেন বিদিতা।

‘সিনাম’-এর জন্যই সম্প্রতি ক্যালকাটা ইন্টারন্যাশনাল কাল্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৮-এ সেরা সহ অভিনেত্রীর পুরস্কারও জিতেছেন তিনি। এই ছবিতে বিদিতার গলায় রবীন্দ্রনাথের ‘আমি তোমারই মাটির কন্যা জননী বসুন্ধরা’ গানটি শুনবেন দর্শক।

বিদিতার কথায়, ‘‘এই ছবির ডিরেক্টর আনন্দ মূর্তি ছবির সিচুয়েশন অনুযায়ী একটা গান খুঁজছিলেন। আমি ওই রবীন্দ্রসঙ্গীতটা গেয়ে শোনাই। ও তখন বলে, আরে, তুমি তো ভালই গাও। গাইবে? তার পর মুম্বই থেকে গানটা খালি গলায় রেকর্ড করে পাঠিয়েছিলাম। পরে মিক্সিং হয়েছে। এন্ড ক্রেডিটে গানটা রয়েছে। আমার তো ভালই লেগেছে।’’

আরও পড়ুন, ‘পরী’র স্ক্রিনিংয়ে হোস্ট বিরাট, গল্প শেয়ার করলেন ঋতাভরী

‘সিনাম’-এর অর্থ রাগ। এই ছবিতে বিদিতা এক ডকুমেন্টারি ফিল্ম মেকারের ভূমিকায় অভিনয় করেছেন। তাঁর কাছে হঠাত্ একটি মেয়ে ফোন করে কিছু শেয়ার করতে চান। তামিল সেই মেয়েটি কলকাতায় এসে যৌনকর্মকে পেশা হিসেবে বেছে নেন। এই দুই মেয়ের কানেকশনকে ঘিরেই এগিয়েছে গল্প।

আরও পড়ুন, ‘কবীর’-এর টিজারে নয়া চমক দেবের

চেন্নাই এবং কলকাতার বিভিন্ন জায়গায় শুটিং করেছেন বিদিতা। এই মুহূর্তে বিভিন্ন ফেস্টিভ্যালে দেখানো হচ্ছে ‘সিনাম’।

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE