প্রাক্তনী ও বর্তমানের মেলবন্ধন হল প্রযুক্তি ও সংস্কৃতির মাধ্যমে। ১৯৭৬ সালে উচ্চমাধ্যমিক দেওয়া প্রাক্তনীরা শিক্ষা প্রতিষ্ঠানকে উপহার দিলেন ভালবাসার ডালি।
বীরেন্দ্র মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে ‘‘স্বর্ণযুগের গানে ও গল্পে’’ পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী অলোক রায় চৌধুরী। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত শিল্পী শান্তনু বন্দ্যোপাধ্যায় ও সৌরভ মুখোপাধ্যায়, অর্পিতা দাস রায় প্রমুখ। থিম সং পরিবেশন করেন চার জন প্রাক্তনী।
আরও পড়ুন:
বর্তমান ও ভবিষ্যতের পড়ুয়াদের জন্য প্রাক্তনীরা বিদ্যালয়ের স্মার্ট ক্লাসরুমের জন্য উপহার দিলেন ১০টি অত্যাধুনিক কম্পিউটর।
সঙ্গীত শিল্পী শান্তনু বন্দ্যোপাধ্যায়। —নিজস্ব চিত্র।
গান, স্মৃতি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আগামী প্রজন্মের শিক্ষাপ্রসারে উদ্যোগী হয়ে নিজেদের উচ্চমাধ্যমিকের স্বর্ণজয়ন্তী পালন করলেন প্রাক্তনীরা। ‘আমরা স্কটিশ’-এর পক্ষ থেকে দেওয়া হল আগামী দিনেও ‘বেঁধে বেঁধে থাকার বার্তা’।