আলিপুর, নিউটাউন-সহ কলকাতার পাঁচ জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ব্যাঙ্ক প্রতারণা মামলার তদন্তের সূত্রেই তাদের এই অভিযান। বৃহস্পতিবার সকালেই শহরের ওই পাঁচ জায়গায় হানা দেন সিবিআইয়ের আধিকারিকেরা। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, কয়েক জন ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। সিবিআই সূত্রে খবর, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ভুয়ো নথি দেখিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ ওঠে। এই অভিযোগের ভিত্তিতে আগেই মামলা দায়ের হয়েছিল। সেই মামলার সূত্রেই বৃহস্পতিবার সকালে তল্লাশি অভিযানে নামেন সিবিআই আধিকারিকেরা।