Advertisement
১৩ অক্টোবর ২০২৪
Big Boss16 Gossip

‘বিগ বস্’-এর ঘরে মধ্যরাতে দুই বান্ধবীর দুষ্টুমি, গভীর চুম্বনে লিপ্ত হলেন বাঙালি কন্যা

একসঙ্গে থাকতে থাকতে ভাল বন্ধু হয়ে গিয়েছেন তাঁরা। তাই মাঝরাতে ফ্রেমবন্দি সৌন্দর্য এবং সৃজিতার দুষ্টুমি।

আচমকাই একে অপরের ঠোঁটে চুমু  এঁকে দিলেন সৌন্দর্য শর্মা এবং সৃজিতা দে।

আচমকাই একে অপরের ঠোঁটে চুমু এঁকে দিলেন সৌন্দর্য শর্মা এবং সৃজিতা দে।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২২ ২১:৫৮
Share: Save:

দুজনের মধ্যে দু’দিন ধরে কথা বন্ধ ছিল।রাতের অন্ধকারে আচমকাই একে অপরের ঠোঁটে এঁকে দিলেন চুমু। ‘বিগ বস্ ১৬’-এর ঘরে ক্যামেরাবন্দি হল এমনই এক ছবি৷ সৌন্দর্য শর্মা এবং সৃজিতা দের মধ্যে এমনই রসায়ন তৈরি হয়েছে। প্রতিযোগী আব্দু রজিক এবং শিব ঠাকরের সামনে একে অপরকে চুম্বন করলেন তাঁরা।

আব্দু এবং শিবকেও একই কাজ করতে বলেন সৃজিতা এবং সৌন্দর্য। যদিও তাঁরা সটান না করে দেন এই প্রস্তাবে৷ আব্দু মৃদু কণ্ঠে বলেন, "পাগল হয়ে গিয়েছ নাকি!" সৌন্দর্য শিব এবং আব্দুর সঙ্গে দুষ্টুমি করতেও ছাড়ে না৷ আলতো করে শিবের ঘাড় চুমুতে ভরিয়ে দেন। আর দেখে আব্দুর মুখ লাল। না, তবে রাতে আব্দুকেও নিরাশ করেননি সৌন্দর্য। তাঁকে চুমু দিয়ে বলেন এ বার রাতে শান্তিতে ঘুমোতে যাও।

ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসাবে ‘বিগ বস্’-এর ঘরে সৃজিতার ফের ফিরে আসা মজবুত করেছে সৌন্দর্যর সঙ্গে তাঁর সম্পর্ক। কিন্তু মাঝে একটু সমস্যা হয়। যে কোনও সম্পর্কে তৃতীয় ব্যক্তি এলেই সমস্যা তৈরি হওয়া অবধারিত। অর্চনা গৌতমের জন্য তেমনই সমস্যার মুখোমুখি হয়েছিলেন সৃজিতা এবং সৌন্দর্য। তবে এখন আবার সব কিছুই ঠিক হয়ে গিয়েছে। একসঙ্গে আবারও খুনসুটিতে মজেছেন দুই বন্ধু৷

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE